চুলকানি অথবা র্যাশ সমস্যার সমাধান: অস্বস্তিকর ঘামাচি থেকে মুক্তির ঘরোয়া উপায় যেনে নিন আর দূর করুন চুলকানি কিংবা শরীরের র্যাশ সমস্যা
গ্রীষ্মকালে সবারই কম বেশি ঘামাচি, র্যাশ, চুলকানি হয়ে থাকে। মুখসহ শরীরের বিভিন্ন স্থানে ঘামাচি,র্যাশ হয় এবং খুব চুলকায়। এটি অত্যন্ত বিরক্তিকর।
তবে ঘরোয়া কিছু উপায় অবলম্বন করলে খুব সহজেই ঘামাচি সারিয়ে তোলা যায়।
চলুন জেনে নেয়া যাক ঘরোয়া উপায়গুলোঃ
বরফ বা আইস কিউবঃ
ঘামাচি থেকে মুক্তি পেতে কাজে লাগান বরফ বা আইস কিউব। ৩-৪ টুকরো বরফ একসাথে পাতলা সুতি কাপড়ে বেধে সেটি ঘামাচি আক্রান্ত স্থানে আস্তে আস্তে চেপে ধরুন। প্রতিদিন অন্তত ৩-৪ বার এভাবে করলে কয়েকদিনের ভেতর ঘামচি থেকে মুক্তি পাবেন। থাকবে না চুলকানিও।
আলুর রসঃ
ঘামাচি সমস্যার সমাধানে আলু খুবই কার্যকর একটি উপাদান। আলু পাতলা করে কেটে ঘামাচি আক্রান্ত স্থানে ৫ মিনিট ঘষুন। এরপর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এভাবে প্রতিদিন অন্তত দুই বার করলে কয়েকদিনের ভেতর ঘামাচি থেকে মুক্তি পাবেন। একই সাথে কমে যাবে অস্বস্তিকর চুলকানিও।
অ্যালোভেরার রসঃ
প্রাকৃতিক এন্টিসেপটিক হিসেবে অ্যালোভেরার রস ব্যবহৃত হয়ে থাকে। ত্বকের চুলকানি, র্যাশ, ঘামাচিতে অ্যালোভেরার রস খুবই কার্যকর। অ্যালোভেরা ছোট ছোট টুকরো করে কেটে এর রস ঘামাচি আক্রান্ত স্থানে লাগিয়ে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। এভাবে অন্তত দিনে দুইবার লাগালে কিছুদিনের মধ্যে ঘামাচি ও চুলকানি থেকে মুক্তি পাবেন।
=========================================
Check us out, Follow us, & Like us over at:
Website: https://umbeautytips.blogspot.com
Facebook: https://bit.ly/39FKcKM
=========================================
0 Comments