ঠোঁটের যত্ন ও ঠোঁট ফাঁটা দূর করার উপায়
শীত আসতে না আসতেই ঠোঁট ফাঁটার সমস্যায় কষ্ট পান অনেকেই। আর এ সময় ঠোঁট অনেক বেশি শুষ্ক থাকে,তাই ঠোটের বাড়তি যত্ন নিতে হয়। তাই ঠোঁটের যত্ন ও ফাঁটা দূর করার উপায় নিয়ে আমার আজকের ভিডিও।
জেনে নিন উপায়গুলোঃ
১. শশার ব্যবহারঃ
এক টুকরো শশা নিয়ে এটি খুব ভালো করে ঠোঁটে হালকা ঘষে ১৫-২০ মিনিট এটি ঠোঁটে লাগিয়ে রাখুন। এরপর পানি দিয়ে ঠোঁট ধুয়ে ফেলুন। দিনে কয়েকবার এটি লাগাতে পারেন।২. নারকেল তেলের ব্যবহারঃ
নারকেল তেল লাগালে খুব সহজেই ঠোঁট ফাঁটা সেরে যায়। কয়েক ফোঁটা তেল ঠোঁটের উপর লাগিয়ে রাখতে পারেন। এর বদলে অলিভ অয়েলও লাগাতে পারেন।
৩। চিনির ব্যবহারঃ
চিনির সাহায্যে এক্সফলিয়েট করে ঠোঁটের শুকনো চামড়া তুলে ফেলতে পারবেন এবং এর ফলে ঠোঁট নরম হবে। সামান্য চিনি আড় অলিভ অয়েল মিশিয়ে মিশ্রণটি হাল্কা করে ঠোঁটের উপর ঘষে ১০ মিনিট লাগিয়ে রাখুন। ১০ মিনিট পর হালকা গরম পানি দিয়ে ঠোঁট ধুয়ে ফেলুন।
৪. লেবুর রসঃ
নিয়মিত লেবুর রস ঠোঁটে লাগালে ঠোঁটের বয়স বাড়বেনা এবং ঠোঁট অনেক নরম হবে। এছাড়াও কালো দাগ মিটে যাবে। এক চা চামচ দুধের সর ও তিন ফোঁটা লেবুর রস ভালো করে মিশিয়ে নিন এবং মিশ্রণটি ফ্রিজে রেখে দিন। প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে এই মিশণটি লাগিয়ে ঘুমাবেন। ভালো ফল পাওয়ার জন্য অন্তত তিন দিন অপেক্ষা করুন।
৫. বার বার ঠোঁট ভিজাবেন নাঃ
শীতকালে ত্বকের মত ঠোঁটও অনেক শুষ্ক হয়ে যায়। এজন্য ঠোঁট বার বার শুকিয়ে যায়, আর তাই প্রায় সবাই ই জিহ্বা দিয়ে তার ঠোঁট চেটে থাকেন। এটি মোটেই ঠিক না, এর ফলে ঠোঁট ফেটে যায় এবং আরো বেশি শুষ্ক হয়ে যায়। আর তাই সব সময় সাথে লিপ বাম রাখুন।
0 Comments