সিসা তেলের উপকারিতা-চুল পড়া বন্ধ করে,চুল ঘন কালো করে | sesa hair oil | Beauty Tips


সিসা তেলের উপকারিতা-চুল পড়া বন্ধ করে,চুল ঘন কালো করে

আমাদের চ্যানেল টি সাবস্ক্রাইব করুন -

হারবাল তেলের মধ্যে সিসা তেল (sesa hair oil) অন্যতম। অনেকে এই তেলকে সেসা, অনেকে শিশা, অনেকে সিসা তেল নামে চিনে। এই তেলের অনেক রিভিউ রয়েছে। নিত্যদিনের চুলের যত্নে সিসা তেলের কোনো জুড়ি নেই। 




চুল লম্বা করতে সিসা তেলের কোনো জুড়ি নেই। এ তেল ১৮ ধরনের লতা গুল্ম এবং কিছু হার্ব ও নারিকেল তেলের মিশণে তৈরি করা হয়েছে। Kshir Pak vidhi অবলম্বনে এ তেল তৈরি করা হয় যা একধরনের পুরাতন ইন্ডিয়ান তেল প্রস্তুতকারক পদ্ধতি। এ তেলে কোনো প্রকার ক্ষতিকারক ক্যামিকেল ব্যবহার করা হয় না। 


 





সিসা তেল -

১. চুলকে লম্বা,ঘন,কালো,রেশমি ও কোমল হতে সাহায্য করে,
২. খুশকি দূর করে, 
৩. চুলের আগা ফাটা দূর করে,


৪. নতুন চুল গজাতে সাহায্য করে,
৫. মাথার ত্বকের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে,  
৬. চুলকে চিটচিটে করে না,
৭. চুলে প্রয়োজনীয় ভিটামিন ও পুষ্টি যোগায়,
৮. মাথা ঠাণ্ডা রাখে ও রাতে ভালো ঘুম হয়।

বাজারে সিসা তেলের মত অনেক নকল তেল রয়েছে তাই কেনার আগে আসল নকল যাচাই করে কিনবেন।






=========================================
Check us out, Follow us, & Like us over at:
Subscribe my channel: https://bit.ly/2Q6AoB2
Contributor: https://shmilon.com
=========================================

Post a Comment

0 Comments