মুখের লোম দূর করার ৩টি উপায়|| Mukher lom dur korar 3ti upay|| UM Beauty Tips




মুখের অবাঞ্ছিত লোম দূর করার ৩টি উপায়




নানাভাবে মুখের অবাঞ্ছিত লোম দূর করা যায়। তবে এর মধ্যে বেশিরভাগই খুব কষ্টদায়ক। অনেক ক্ষেত্রে এর পার্শ্বপ্রতিক্রিয়াও থাকে। মুখের এই অবাঞ্ছিত লোম দূর করার কিছু সহজ ঘরোয়া পদ্ধতি রয়েছে। এই পদ্ধতিগুলো প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করা হয় বলে এর পার্শ্বপ্রতিক্রিয়া নেই।


চলুন তবে জেনে নেওয়া যাক মুখের অবাঞ্ছিত লোম দূর করার প্রাকৃতিক উপায়ঃ 



১. চিনি ও লেবুর রসঃ


উপকরণ ও পরিমাণ


  • দুই টেবিল চামচ চিনি
  • লেবুর রস
  • আট থেকে নয় টেবিল চামচ পানি
প্রস্তুত প্রণালী
উপকরণগুলো একসাথে মিশিয়ে নিন। এরপর বুদবুদ উঠা পর্যন্ত গরম করে নিন।তারপর ঠাণ্ডা করে ২০ থেকে ২৫ মিনিট মাখিয়ে রাখতে হবে যেখানে লোম উঠাতে চান সেখানে। ধোয়ার সময় ঠাণ্ডা পানি দিয়ে বৃত্তাকারে ঘষে তা ওঠাতে হবে। এভাবে করলে লোম উঠে যাবে।

২. আলু ও মসুর ডালঃ

উপকরণ ও পরিমাণ


  • এক টেবিল-চামচ মধু
  • লেবুর রস
  • পাঁচ টেবিল-চামচ আলুর রস
  • মসুর ডালের পেস্ট (মসুর ডাল সারারাত পানিতে ডুবিয়ে রেখে এই পেস্ট তৈরি করতে হবে)
প্রস্তুত প্রণালী
উপকরণটি মিশিয়ে নিন।এবার মিশ্রণটি যে স্থানের লোম তুলতে হবে সেখানে ২০ মিনিট মাখিয়ে রাখুন।এরপর পুরোপুরি শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।মিশ্রণটি ত্বকের পাতলা এবং শক্ত আস্তর ফেলবে যা লোম তুলে আনতে সহায়ক।

৩. ওটমিল ও কলাঃ

 উপকরণ ও পরিমাণ


  • দুই টেবিল-চামচ ওটমিল
  • একটি পাকা কলা
প্রস্তুত প্রণালী
উপকরণগুলো মিশিয়ে পেস্ট তৈরি করে নিন।অবাঞ্ছিত লোম থাকা অংশে ১৫ মিনিট পেস্টটি মালিশ করে নিন। পরে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

Post a Comment

0 Comments