সেসা তেল ব্যবহার করার নিয়ম | Sesa Tel Beboharer Niyom | UM Beauty Tips

 

আমাদের চ্যানেল টি সাবস্ক্রাইব করুন -

সিসা তেল চুলকে করে ঘন কালো ও লম্বা এবং নতুন চুল গজাতে সাহায্য করে। এছাড়া এই তেল ব্যবহারে খুশকি দূর হয়, মাথার ত্বকের রক্তসঞ্চালন বৃদ্ধি পায় এবং চুলের আগা ফাটা সমস্যা দূর হয়।

সিসা তেল যেভাবে ব্যবহার করবেন:

সিসা তেল পরিমান মত একটি বাটিতে নিয়ে সেটি হালকা গরম করে নিবেন। 


এরপর হালকা ম্যাসাজ করে ভালোভাবে চুলের গোড়ায় লাগাবেন। ইচ্ছে হলে শুধু চুলের গোড়ায় ব্যবহার করতে পারেন আবার পুরো চুলেও ব্যবহার করতে পারেন। পরের দিন গোসলের সময় চুল ভালোভাবে শ্যাম্পু করে নিবেন।
এই তেল সাপ্তাহে দুই বা তিনদিন রাতে ব্যবহার করবেন।








=========================================
Check us out, Follow us, & Like us over at:
Subscribe my channel: https://bit.ly/2Q6AoB2
Contributor: https://shmilon.com
=========================================


Post a Comment

0 Comments