পেট্রোলিয়াম জেলি আপনার এত কাজে লাগবে আগে জানতেন?

অনেক আগের কথা, বাজারে যখন বাহারি ক্রিম বা লোশান ছিল না তখন রুপচর্চার একমাত্র  অবলম্বনই ছিল পেট্রোলিয়াম জেলি। পুরো শীত জুড়ে পা ফাটা, সারা বছরের ঠোঁট ফাটা, ত্বকের সকল যত্নই ছিল পেট্রোলিয়াম জেলি নির্ভর। 

তবে বর্তমানে ত্বকের যত্নে প্রাসধনীর কমতি নেই বাজারে, তবুও কোনো প্রসাধনীই  পেট্রোলিয়াম জেলির জায়গা দখল করতে পারেনি। পেট্রোলিয়াম জেলি দিয়ে হাত-পা ফাটা, ঠোঁট ফাটা এসবের পাশাপাশি আরো অনেক গুরুত্বপূর্ণ কাজ সেরে ফেলা যায়, যা জানলে অবাক হবেন! হবারই কথা! তাহলে জেনে নিন সেগুলো কি! 

ঘরোয়া হাইলাইটার হিসেবে

মুখের বাড়তি উজ্জ্বলতার জন্য হাইলাইটারের প্রয়োজন নেই। মুখের হাই পয়েন্ট গুলোতে সামান্য পেট্রোলিয়াম জেলি ড্যাব করে নিলেই ত্বক স্নিগ্ধ ও উজ্জ্বল দেখাবে। 

সুগন্ধী দীর্ঘস্থায়ী করতে

প্রিয় সুগন্ধী শরীরে মাখার আগে পালস পয়েন্টগুলোতে অল্প একটু পেট্রোলিয়াম জেলি ঘষে নিন, দীর্ঘক্ষণ গন্ধ থাকবে। 

মেকাপ রিমুভার হিসেবে

দামি মেকাপ রিমুভার কেনার কি দরকার যদি হাতের কাছেই থাকে পেট্রোলিয়াম জেলি? ভালো করে মুখে পেট্রোলিয়াম জেলি মেখে নিয়ে, তুলো দিয়ে মুছে নিন। 
কাজল, মাশকারা, লিপস্টিকসহ সকল ধরনের মেকাপ উঠে যাবে। এমনকি ওয়াটারপ্রুফ মেকাপও ঝটপট রিমুভ করা যায়। 

মেকাপের দাগ তুলতে

পোশাকে মেকাপের দাগ লেগেছে? এক টুকরো পাতলা সুতি কাপড় পানিতে ভিজিয়ে এতে সামান্য পেট্রোলিয়াম জেলি মাখিয়ে দাগের উপর ঘষুন, দ্রুত দাগ উঠে যাবে। 

অবাধ্য চুল পোষ মানাতে

চুলগুলো খুবই অগোছালো হয়ে যায়? বাড়ে বাড়ে মুখের সামনে এসে পরে। হাতের আঙ্গুলে হালকা একটু পেট্রোলিয়াম জেলি নিয়ে চুলের উপর বুলিয়ে নিন। এছাড়া ভ্রুর শেপ সুন্দর ও সুগঠিত করতে চাইলেও পেট্রোলিয়াম জেলি ব্যবহার করতে পারেন। 

Post a Comment

0 Comments