কাতার বিশ্বকাপে প্রধান চিকিৎসকের দায়িত্বে বাংলাদেশী নারী চিকিৎসক | কাতার বিশ্বকাপ ২০২২

এই মেয়েটিকে কেউ চেনেন??? সম্ভবত না। 
 চেনার কথাও না!!

ডাঃ আয়েশা পারভীন

পেশায় চিকিৎসক এই মেয়েটির বাড়ী চট্টগ্রাম।


তার আগে একটি গল্প বলিঃ 

পুরো বিশ্ব ভুগছে কাতার বিশ্বকাপ জ্বরে। মরুভুমির দেশে বিশ্ব ফুটবলের আয়োজনটা পুরোই বিস্ময়কর।
সেই বিস্ময়কর চমকের মধ্যে কাতারে সবচেয়ে বিস্ময়কর হচ্ছে স্টেডিয়াম 974।
৯৭৪ টি শিপিং কন্টেইনার দিয়ে বানানো বিশ্বকাপের প্রথম এবং একমাত্র অস্থায়ী স্টেডিয়াম । 

আর্কিটেকচারাল ডিজাইনের কারনে কৃত্রিমভাবে তাপ নিয়ন্ত্রনেরও প্রয়োজন নেই স্টেডিয়ামটিতে । দর্শক ধারনক্ষমতা ৪০,০০০



এই বিশ্বকাপের ৭ টি ম্যাচ হবে এই স্টেডিয়ামে । 

বিশ্ব ফুটবলের এত বিশাল মিলনমেলায় ম্যাচ চলাকালীন সময়ে প্রধান চিকিৎসকের দায়িত্ব পালন করবে বাংলাদেশের এই নারী চিকিৎসক । 

ডা: আয়েশা পারভীন। 

শুধু তাই নয় ২০২১ সালের শেষ দিকে আরব কাপের দ্বায়িত্বরত প্রধান চিকিৎসকও ছিলেন ডা: আয়েশা। 

২০২২ এর কাতার বিশ্বকাপে ফুটবল দল নয়, 
বরং লাল সবুজের পতাকাকে প্রতিনিধত্ব করা ডা: আয়েশাকে আমরা চিনি না।


কিন্তু বিশ্বকাপ চলার সময় ফিফা থেকে শুরু করে প্রতিটা খোলোয়াড় আর কোচকেউ কিন্তু তাকে চিনে রাখতে হয়।

ডা: মুস্তাফিজ , টরোন্ট , কানাডা। 
৭/১২/২০২২

ব্রাজিল-দক্ষিণ কোরিয়া ম্যাচের পর ভেঙে ফেলা হবে স্টেডিয়াম ৯৭৪। 

স্টেডিয়াম 974 প্রথমে নেপালকে গিফট করার কথা থাকলেও পরবর্তীতে কাতার সিদ্ধান্ত নেয় যেকোন মুসলিম দেশকে এটা গিফট করবে। 
বাংলাদেশ এটার জন্য আবেদন করেছে, শোনা যাচ্ছে কাতারও এতে সাড়া দিয়েছে।
এটি 974 টি কন্টিনার দিয়ে তৈরি তাই এর নাম স্টেডিয়াম 974।

সোর্সঃ একাত্তর টিভি। 


=========================================
Check us out, Follow us, & Like us over at:
Subscribe my channel: https://bit.ly/2Q6AoB2
Contributor: https://shmilon.com
=========================================

Post a Comment

0 Comments