মেসি তার যে রেকর্ডের কথা জানতেনই না! মেরাডনাকে ছাড়িয়ে গেলেন মেসি!
ক্যারিয়ার জুড়েই অসাধারণ খেলে যাচ্ছেন আর্জেন্টাইন স্ট্রাইকার লিওনেল মেসি। সুদীর্ঘ ফুটবল ক্যারিয়ারে অনেক কীর্তি গড়েছেন তিনি। অনেক রেকর্ড ভেঙে খানখান করেছেন।
আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন
৩৫-এর লিওনেল মেসি গত পরশু রাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্যারিয়ারের ১,০০০তম ম্যাচ খেললেন।
কাতার বিশ্বকাপের শেষ ষোলোয় চোখ জুড়ানো অসাধারণ গোলও করলেন আর্জেন্টাইন এই অধিনায়ক। মজার ব্যাপার হলো! মেসি আগে জানতেনই না যে সেটি তার ১,০০০তম ম্যাচ।
অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারানোর পর সংবাদ সম্মেলনে মেসি বলেন, "আমি আজ (শনিবার) জানতে পারলাম যে, ১,০০০তম ম্যাচ খেলতে নামছি। আমি বর্তমান নিয়ে থাকতে ভালোবাসি। উপভোগ করছি। আরও একধাপ এগিয়ে যেতে পেরে আমি খুশি।"
ম্যাচের ৩৫ মিনিটের মাথায় মেসি যে গোলটি করেন, সেটি ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো অসাধারণ। ব্যাখ্যাতীত বিশ্লেষণের অতীত উপভোগ করতে হয় শুধু। মেসির ১,০০০ ম্যাচে সর্বমোট ৭৮৯টি গোল হলো। সাবেক ক্লাব বার্সেলোনার হয়ে ৭৭৮টি ম্যাচে ৬৭২টি গোল করেছেন মেসি। শেষ মুহূর্তের চাপ নিয়ে মেসি বলেন, "আমরা এই ম্যাচটা নিয়ন্ত্রণ করেছি। একেবারে শেষ মুহূর্তে দিবুর (গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ) যে বলটা বাঁচাল, সেটা ছাড়া আমরা খুব একটা বেশি সমস্যায় পড়িনি। আমরা লিড নিয়েছি। দ্বিতীয় গোল করেছি এবং ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে রাখতে সফল হয়েছি। শেষেরদিকে ওরা আমাদের জন্য কাজটা কঠিন করে তুলেছিল। কিন্তু এটা বিশ্বকাপ। এভাবেই খেলতে হয় বিশ্বকাপে।"
মেসি বলেন, "এটা ছিল কঠিন ম্যাচ। কঠিন দিন। বিশ্রামের জন্য খুব কম সময় পাওয়া গিয়েছিল। আমরা ক্লান্ত ছিলাম। ম্যাচটা শারীরিকভাবে নিংড়ে দিয়েছে। এই ম্যাচটা জিতে আরও একধাপ এগিয়ে যেতে পারায় আমরা খুশি। আমরা কোয়ার্টার ফাইনালে উঠেছি, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।"
0 Comments