পা ফাটা বা পায়ের গোড়ালি ফাটার সমাধান পেঁয়াজে! পা ফাটা দূর করার সহজ সমাধান!
শীতের সময় পায়ের পাতার ত্বক অন্য ঋতুর চাইতে বেশি শুষ্ক থাকে। আর তাই এই ঋতুতে পা ফাটার সমস্যা বিশেষ করে পায়ের গোড়ালি ফাটার সমস্যা দেখা দেয়। এজন্য এই ঋতুতে পায়ের বিশেষ যত্ন নিতে হয়।
কিন্তু অনেক সময় পা ফাটা মারাত্মক আকার ধারণ করে। পা ফেটে রক্ত বের হয়, ব্যথা হয়, তখন হাঁটতেও সমস্যা হয়। তাছাড়া অনেকদিন পা ফাটার সমস্যা থেকে ইনফেকশন হতে পারে। পা দেখতেও বিশ্রি লাগে আর, অস্বস্তি অনুভূত হয়।
অনেকেই পা ফাটার সমস্যার জন্য বিভিন্ন প্রসাধনী ব্যবহার করেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কোন ফল পাওয়া যায় না। তবে আপনি জেনে অবাক হবেন যে, পা ফাটা সমস্যায় পেঁয়াজের রস খুবই উপকারী।
জেনে নিন পা ফাটা দূর করতে পেঁয়াজের ব্যবহারঃ
পা ফাটার জন্য পেঁয়াজের রস খুবই উপকারী। পায়ের শুষ্কতা দূর করে পেঁয়াজের রস। পেঁয়াজে রয়েছে আয়রন, ফসফরাস, ম্যাগনেসিয়াম ও দস্তা। এছাড়া পেঁয়াজ শরীরের অতিরিক্ত টক্সিন(ক্ষতিকর পদার্থ) বের করে দেয়। সেই সঙ্গে রক্ত প্রবাহ ঠিক রাখে।
এছাড়া পেঁয়াজে আরো রয়েছে ভিটামিন এ, সি ও ই। ত্বককে সুস্থ রাখে ভিটামিন সি এবং ত্বকের আর্দ্রতা বজায় রাখে ভিটামিন ই। আর এসব ভিটামিনই সকল প্রকার ক্ষতির হাত থেকে ত্বককে বাঁচায়।
ব্যবহারঃ
ব্লেন্ডারে বা পাটায় বেটে পেঁয়াজ পেস্ট করে নিন এবং এর মধ্যে ১ চামচ অলিভ অয়েল ও মধু মিশিয়ে গোড়ালির ফাটা জায়গায় লাগিয়ে রাখুন। ২০ থেকে ২৫ মিনিট হালকা ম্যাসাজ করে ঠাণ্ডা পানি দিয়ে পা ভালো করে ধুয়ে নিন। এভাবে ১ সপ্তাহ নিয়মিত ব্যবহার করলে ভালো ফল পাবেন। পা ফাটা দূর হবে ইন শা আল্লাহ। তবে নিয়মিত পায়ের যত্ন নিতে হবে, লোশান বা ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে, পা সব সময় পরিষ্কার রাখতে হবে। তাহলেই পা ফাটা দূর হবে আর ফাটবে না।
0 Comments