মিসওয়াকের ১০টি উপকারীতা ও ফজীলত | মেসওয়াকে ভালো থাকে দাঁত
হযরত ইবনে আব্বাস (রা.) বলেছেন, তোমরা মেসওয়াকের প্রতি যত্নবান হও, কেননা মেসওয়াক করলে এই ১০টি উপকার হয়ঃ
- মেসওয়াক কারীকে আল্লাহ তা'য়ালা ও ফেরেশতাগণ মহব্বত করেন।
- মেসওয়াক আল্লাহ তায়ালার সন্তুষ্টির কারণ হয়।
- শয়তানের রাগের কারণ হয়।
- মুখ পরিষ্কার হয়।
- দাঁতের মাড়ি শক্ত হয়।
- কফ্ দূরীভূত হয়।
- মুখে সুগন্ধি আনায়ন করে।
- পিত্তরস দূর করে।
- দৃষ্টিশক্তি বৃদ্ধি করে।
- মুখের দুর্গন্ধ দূর করে।
মেসওয়াকের ৭০ টি উপকারিতার মধ্যে একটি উপকারিতা এই যে, মৃত্যুর সময় কালিমায়ে শাহাদাত পড়া নছীব হয়।
মেসওয়াকের নিয়মঃ
- গাছের ডাল ইত্যাদির দ্বারা মেসওয়াক করা।
- প্রতিবার ওযু করার সময় মেসওয়াক করা।
- মেসওয়াক লম্বায় এক বিঘাত ও মোটায় ছোট আঙ্গুলের পরিমাণ হওয়া।
- প্রথমে দাঁতের উপরের মাঁড়ির ডানদিকে মেসওয়াক করা, তারপর উপরের মাড়ির বামদিকে মেসওয়াক করা, জিহ্বা ও তালুতেও মেসওয়াক ব্যবহার করা।
মেসওয়াকের ফযীলত হাদীস শরীফে আছে— মেসওয়াক করে নামায পড়লে সেই নামাযে সত্তর গুণ বেশী সওয়াব হবে।
ওযু ছাড়া মেসওয়াকের সুন্নত ও মুস্তাহাব সময়ঃ
- কুরআনুল কারীম পাঠ করার জন্য ওযুর পূর্বে,
- হাদীস শরীফ পড়া অথবা পড়ানোর সময়,
- যখন মুখে দুর্গন্ধ দেখা দেয়,
- দ্বীনি ইলম পড়া ও পড়ানোর সময়,
- জিকির করার পূর্বে,
- কা'বা শরীফে প্রবেশ করার পূর্বে,
- নিজ - বাড়িতে প্রবেশের পর,
- স্ত্রী সহবাসের পূর্বে,
- কোন ভাল মজলিসে যাওয়ার পূর্বে,
- ক্ষুধা বা পিপাসার সময়,
- মৃত্যুর নিদর্শন দেখা দিলে,
- ভোর রাত্রে,
- খানা খাওয়ার পূর্বে,
- ঘুমানোর পূর্বে,
- সফর হইতে প্রত্যাবর্তনের পর,
- ঘুম হইতে জাগ্রত হওয়ার পর।
=========================================
Check us out, Follow us, & Like us over at:Subscribe my channel: https://bit.ly/2Q6AoB2
Website: https://umbeautytips.blogspot.com
Facebook: https://bit.ly/39FKcKM
Contributor: https://shmilon.com
=========================================
0 Comments