সুন্দর হওয়ার সহজ ঘরোয়া উপায় । রাতারাতি ফর্সা হওয়ার ঘরোয়া উপায় জেনে নিন

সুন্দর হওয়ার ইচ্ছা সবার মনেই রয়েছে আর সুন্দর হতে কে না চায় । কেবল নারীরা নন, পুরুষেরাও এখন সুন্দর ও আকর্ষণীয় চেহারা পেতে সমানভাবে আগ্রহী। আর এটা অশাভাবিক কিছুই না। অনেকেই ফর্সা ও আকর্ষণীয় ত্বক পাবার জন্য হরেক রকম প্রসাধনী ব্যবহার করে থাকেন। কেউ সুন্দর হবার জন্য টাকা খরচ করে চলে যান বিউটি পার্লারে। আবার কেউ সৌন্দর্য খোঁজেন ‘ব্র্যান্ডেড’ উপকরণে বা প্রসাধনীতে। কিন্তু তাতে কি আসলেই সৌন্দর্য আসে? সৌন্দর্য সেটাই যা একদম প্রাকৃতিক।

সুন্দর হওয়ার সহজ ঘরোয়া উপায়


জানেন কি, অল্প কয়েকটি কাজ করলে আপনাকে দেখাবে সুন্দর ও প্রাণবন্ত। সবাই আপনার সৌন্দর্যের তারিফ করবে। আর এসবের পেছনে অনেকটা সময় বা অর্থ কিছুই ব্যয় করতে হবে না। এমন কিছু ঘরোয়া এবং প্রকৃতিক উপকরণ আছে যা নিয়মিত ব্যবহার করে অতি সহজেই সুন্দর হওয়া যায়।


তেমনি কিছু টিপস নিয়ে আমাদের আজকের পোস্ট। জেনে নিন সুন্দর হওয়ার সহজ ঘরোয়া উপায়গুলো।


সুন্দর হওয়ার ১১টি সহজ ঘরোয়া উপায়ঃ

১. প্রতিদিন মধুর সাথে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে মুখে লাগালে বলিরেখা পড়বে না।

২. এক চামচ গোলাপ জলের সাথে এক চামচ দুধ আর ২-৩ ফোঁটা লেবুর রস মিশিয়ে মুখে মাখুন। আর চকচকে ত্বকের অধিকারী হয়ে উঠুন।

৩. এক টুকরো টমেটো দিয়ে স্ক্রাবিং করে মৃতকোষ তুলে ত্বক পরিষ্কার করুন।

৪. ত্বকের অতিরিক্ত তেলাভাব দূর করতে এক চামচ লেবুর রসের সাথে এক চামচ গোলাপ জল আর পুদিনা পাতা বাটা মিশিয়ে মুখে মাখুন। এক ঘণ্টা রেখে পানি দিয়ে মুখ ধুয়ে নিন। ওই পেস্ট আবার মেখে ২০ মিনিট রেখে ধুয়ে নিন। আপনার ত্বকের বাড়তি তেল উধাও হয়ে যাবে।

৫. একটি পাত্রে এক চামচ কমলার রস, এক চামচ মধু বা গোলাপজল মিশিয়ে পেস্ট বানান। এই পেস্ট নিয়মিত মুখে মাখলে উজ্জ্বল ত্বক পাওয়া যাবে অল্প দিনেই।

৬. নিভাঁজ, টানটান ত্বক চাইলে মুখে মধু মেখে কিছুক্ষণ রেখে তারপর আঙুল দিয়ে ম্যাসাজ করুন। তারপরে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। লক্ষ রাখবেন পানি যেন অতিরিক্ত গরম না হয় তাহলে ত্বকের ক্ষতি হবে।

৭. বাদাম তেলে মধু মিশিয়ে চোখের তলায় লাগান এবং আঙুল দিয়ে কিছুক্ষণ ম্যাসাজ করে ধুয়ে নিন। এতে করে আপনার ত্বকের কালচে ছাপ কমে যাবে।

৮. ঘরোয়া ক্লেনজার দিয়ে মুখ পরিষ্কার করতে চাইলে চালের গুঁড়োয় টকদই মিশিয়ে পেস্ট বানিয়ে মুখে, গলায় ভালো করে ম্যাসাজ করুন। তারপর ধুয়ে নিন।

৯. নারকেল তেলে মধু আর কমলার রস মিশিয়ে মুখে মাখুন। কিছুক্ষণ রেখে হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিন। এর হ্যাঁ অবশ্যই লক্ষ রাখবেন পানি যেন অতিরিক্ত গরম না হয় তাহলে ত্বকের ক্ষতি হবে। এরপর ময়েশ্চারাইজার মাখতে ভুলবেন না। এতে ত্বকের শুষ্কভাব কমে যাবে।

১০. নিয়মিত টমেটোর রস মুখে মাখলে অবাঞ্ছিত দাগ-ছোপ দূর হবে।

১১. আপনার মুখে যদি ব্রণ থাকে এবং সেতি দূর করতে চান তাহলে প্রতিদিন সিদ্ধ আলুর খোসা মুখে ঘষলে ব্রণ কমবে।

১২. বেশি বেশি পানি খেতে হবে। পানি শরীরের ত্বককে পুষ্টি যোগায়।


 বিঃ দ্রঃ - আমরা কোন ডাক্তার বা স্কিন স্পিশালিস্ট না। উপরে আমরা যে সব বিষয় নিয়ে কথা বলেছি বা উপদেশ দিয়েছি সেগুলু বিভিন্ন রিসোর্স থেকে সংগ্রহ করছি যা বেশিরভাগ মানুষের ক্ষেত্রে কাজ করেছে এবং করে। সব থেকে ভাল হবে আপনি যদি কোন স্কিন স্পিশালিস্ট দেখিয়ে এবং তার পরামরশ মত কাজ করেন বা কোন উপকরন বাবহার করেন।


=========================================
Check us out, Follow us, & Like us over at:
Subscribe my channel: https://bit.ly/2Q6AoB2
Contributor: https://shmilon.com
=========================================

Post a Comment

0 Comments