ব্রণ, ব্রণের গর্ত ও দাগ? সহজ একটি সমাধান
ব্রণ ও ব্রণের গর্ত বা দাগ নিয়ে অনেকেই ভুগছেন। এর ফলে চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। নারী পুরুষ সবারই এই সমস্যা হয়ে থাকে। এই বিরক্তিকর সমস্যা থেকে মুক্তি পেতে নানান ধরণের চেষ্টা করে অসফল হয়েছেন??
আমাদের চ্যানেল টি সাবস্ক্রাইব করুন -
আপনাদের জন্যই আজকের এই ভিডিওটি। কিভাবে খুব সহজেই ব্রণের গর্ত বা দাগ দূর করা যায় সে বিষয়গুলোই আজ আপনাদের জানাবো।
চলুন তবে জেনে নেয়া যাকঃ
লেবু ও হলুদের প্যাকঃ
একটি বাটিতে ১চা চামচ হলুদ ও ১চা চমচ লেবুর রস নিন। এবার এগুলো ভালোভাবে মেশান। মুখ ভালোভাবে ফেইসয়াশ দিয়ে পরিষ্কার করুন। এরপর পুরো মুখে এই প্যাক সমান ভাবে লাগান। ২০ মিনিট পর পানি দিয়ে ভালোভাবে মুখ ধুয়ে ফেলুন। এরপর মুখে ময়েশ্চারাইজার ক্রিম লাগান।
এক্ষেত্রে কাঁচা হলুদ উত্তম তবে হাতের কাছে না থাকলে গুড়ো হলুদও ব্যবহার করা যাবে। আর যেকোনো লেবু ব্যবহার করা যাবে।
0 Comments