ব্রণ, ব্রণের গর্ত ও দাগ? সহজ একটি সমাধান | Pimple,Acne problem solution | UM Beauty Tips



ব্রণ, ব্রণের গর্ত ও দাগ? সহজ একটি সমাধান


ব্রণ ও ব্রণের গর্ত বা দাগ নিয়ে অনেকেই ভুগছেন। এর ফলে চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। নারী পুরুষ সবারই এই সমস্যা হয়ে থাকে। এই বিরক্তিকর সমস্যা থেকে মুক্তি পেতে নানান ধরণের চেষ্টা করে অসফল হয়েছেন??

আমাদের চ্যানেল টি সাবস্ক্রাইব করুন -

আপনাদের জন্যই আজকের এই ভিডিওটি। কিভাবে খুব সহজেই ব্রণের গর্ত বা দাগ দূর করা যায় সে বিষয়গুলোই আজ আপনাদের জানাবো।

চলুন তবে জেনে নেয়া যাকঃ

লেবু ও হলুদের প্যাকঃ

একটি বাটিতে ১চা চামচ হলুদ ও ১চা চমচ লেবুর রস নিন। এবার এগুলো ভালোভাবে মেশান। মুখ ভালোভাবে ফেইসয়াশ দিয়ে পরিষ্কার করুন। এরপর পুরো মুখে এই প্যাক সমান ভাবে লাগান। ২০ মিনিট পর পানি দিয়ে ভালোভাবে মুখ ধুয়ে ফেলুন। এরপর মুখে ময়েশ্চারাইজার ক্রিম লাগান।

এক্ষেত্রে কাঁচা হলুদ উত্তম তবে হাতের কাছে না থাকলে গুড়ো হলুদও ব্যবহার করা যাবে। আর যেকোনো লেবু ব্যবহার করা যাবে।

সতর্কতাঃ

এই প্যাক মুখে লাগানো অবস্থায় চুলার কাছে বা রোদে যাবেন না। আর তাই এই প্যাক লাগানোর সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে রাতে ঘুমাতে যাওয়ার আগের সময়টা।


এই প্যাক ত্বকের দাগ, ব্রণ, লালচে ভাব, ব্রণের গর্ত, পোরস  দূর করতে খুবই কার্যকর। একটানা ২ সপ্তাহ এই প্যাক ব্যবহার করুন। ৩দিন ব্যবহারের পর থেকেই ফলাফল বুঝতে পারবেন। আপনি চাইলে নিয়মিত এই প্যাক ব্যবহার করতে পারেন। কেননা এটি আপনার ত্বকের উজ্জ্বলতা বাড়াবে। এক্ষেত্রে সপ্তাহে ২/৩ দিন এই প্যাক লাগাবেন।


হলুদ বা লেবুতে যদি কারো এলার্জি থাকে বা এই প্যাক ব্যবহারের পর ত্বকে কোনো অস্বস্তি/জ্বালাপোড়া হয় তাহলে ব্যবহার থেকে বিরত থাকবেন।




=========================================
Check us out, Follow us, & Like us over at:
Subscribe my channel: https://bit.ly/2Q6AoB2
Contributor: https://shmilon.com
=========================================

Post a Comment

0 Comments