আইরিজ স্যানিটারি ন্যাপকিন- পেট ব্যথা,কোমর ব্যথা, জরায়ু ইনফেকশনসহ পিরিয়ডের সকল সমস্যার সমাধান


আইরিজ স্যানিটারি ন্যাপকিন- পেট ব্যথা,কোমর ব্যথা, জরায়ু ইনফেকশনসহ পিরিয়ডের সকল সমস্যার সমাধান

বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপে প্রতি বছর ৪৭০০০০ নারী জরায়ু ক্যান্সারে আক্রান্ত হয় এবং যার ভেতর প্রায় ২৩০০০০ নারী মারা যায়।

আর বাংলাদেশের প্রায় ৯০ ভাগ মহিলা জরায়ু ক্যান্সার, জরায়ু ইনফেকশন, জরায়ু টিউমার ও জরায়ু সিস্ট এসব রোগে আক্রান্ত হচ্ছে এবং মারা যাচ্ছে। 

আর এসব সমস্যা পিরিয়ডের সময় অসতর্কতা ও নিম্নমানের ন্যাপকিন ব্যবহারের কারণে হয়ে থাকে।যার ফলে একজন নারী পিরিয়ডের সময় বিভিন্ন রকম প্রদাহ যেমন- পেট ব্যথা, কোমর ব্যথাসহ শারীরিক নানা সমস্যায় ভোগেন। এছাড়া নিম্নমানের প্যাড ব্যবহারের ফলে বিভিন্নরকম স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয় যা আস্তে আস্তে মারাত্মক সমস্যায় রুপ নেয়। 

আমাদের চ্যানেল টি সাবস্ক্রাইব করুন -

স্বাস্থ্যসম্মত ন্যাপকিনের মূল বৈশিষ্ট্যই হলো এটি ব্যাকটেরিয়া বিরোধী, দূর্গন্ধরোধকারী, মানসম্মত, মাসিক প্রবাহ সমৃদ্ধ ও কনসারফেস সমৃদ্ধ। টিয়েন্স আইরিজ স্যানিটারি ন্যাপকিন একটিভ অক্সিজেন ও নেগেটিভ আয়ন সমৃদ্ধ হওয়ায় এটি বিভিন্ন রকম গাইনিকোলজিক্যাল ঝুঁকি প্রতিরোধে সক্ষম। এর একটিভ অক্সিজেন পানিতে দ্রবীভূত হওয়ার মাধ্যমে যেকোনো প্রকারের ব্যাকটেরিয়া ধ্বংস করে। এছাড়া এতে নেগেটিভ আয়ন থাকায় শরীর অনেক বেশি হালকা এবং সতেজ অনুভূত হয়। এর পাশাপাশি নেগেটিভ আয়ন রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ব্যথা ও তাপমাত্রা কমায় এবং সকল দুর্গন্ধ দূর করে।

যারা জরায়ু ইনফেকশনে ভুগছেন তারা পেনটিলাইনার ন্যাপকিন ব্যবহারের ফলে এই সমস্যা থেকে মুক্তি পাবেন। 

আইরিজ স্যানিটারি ন্যাপকিন আট লেয়ার সমৃদ্ধ ডিজাইনে তৈরি যা আপনাকে আটটি স্তরের সুরক্ষা এবং কার্যকারিতা দিতে সক্ষম। 

১ম স্তরঃ সিল্ক ও নরম তুলার পাতলা স্তর যা বাজারের অন্যান্য প্যাডের তুলনায় দ্রুত তরল শোষণ করে। যা আরামদায়ক, পরিষ্কার, শুকনো এবং নরম। 

২য় স্তরঃ সক্রিয় অক্সিজেন ও ন্যাগেটিভ আয়ন রয়েছে।

৩য় স্তর সুপারঃ বিশোষক ও আর্দ্রতা অপরিবর্তিত রাখে এবং পার্শ্ব ডিস্ক্রিপ্টরের লিক প্রতিরোধ করে।


অবশিষ্ট স্তরগুলোর কাজ হলোঃ 

১. বায়ু-ভেদ্য স্তর, বায়ু/অক্সিজেন চলাচলে সক্ষম। 

২. উচ্চ শোষণ  ক্ষমতা সম্পন্ন এবং আর্দ্রতা ধরে রাখে। 

৩. এর অক্সিজেন ও নেগেটিভ আয়ন ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ করে।

৪. হালকা, আরামদায়ক ও সতেজ অনুভুতি প্রবণ। 

৫. অধিকধারণ ক্ষমতা সম্পন্ন। 

আইরিজ স্যানিটারি ন্যাপকিনের কার্যকারিতাঃ

আইরিজ স্যানিটারি ন্যাপকিন এর ন্যাগেটিভ আয়ন চিপ সকল গাইনি রোগ রোধ করে ।

এটি নরম, মসৃণ ও স্বাস্থ্যসম্মত। 

শোষণক্ষম ও পর্যাপ্ত বাতাস সঞ্চারক্ষম। 

সাদাস্রাবের জন্য অনেক উপকারী।

পিরিয়ডের সময় যাদের প্রচন্ড কোমর ও পেট ব্যাথা করে তাদের জন্য ব্যথানাশক হিসেবে কাজ করে।

রক্ত সঞ্চালন প্রক্রিয়া সু-সমন্বিত করে। 

ক্ষতিকর জীবাণুর আক্রমণ থেকে রক্ষা করে। 

দুর্গন্ধ দূর করে।

এতে প্রায় ২৫০ মিলি ব্লাড ধারণ সক্ষমতা রয়েছে।

দ্রুত শোষণ ক্ষমতা সম্পন্ন।


👉এর সাথে জরায়ু টেস্ট কার্ড সম্পূর্ণ ফ্রি, যা কোনো হসপিটালে টেস্ট করতে ১০০০/১২০০ খরচ পড়বে।

এই সংক্রান্ত আলাদা পোস্ট আপনাদের জন্য পরবর্তিতে থাকবে ইনশা আল্লাহ। 

আমি নিজে এই ন্যাপকিন ব্যবহার করে তারপর এর গুনাগুন আপনাদের কাছে উপস্থাপন করছি। আমি কারো হয়ে স্পনসর করছিনা। আপনাদের কথা ভেবে এবং নিজে সমস্যাগুলো ফেইস করে নিজেই এর সমাধান খুঁজে বের করেছি। নিজে উপকৃত হয়েছি বলেই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও ব্যবহার করে দেখতে পারেন। ব্যবহার না করলে কখনোই বুঝবেন না এটি অন্য প্যাডগুলোর থেকে পুরোপুরি আলাদা এবং মানসম্মত।



=========================================
Check us out, Follow us, & Like us over at:
Subscribe my channel: https://bit.ly/2Q6AoB2
Contributor: https://shmilon.com
=========================================

Post a Comment

0 Comments