শীতে ঠোঁটের যত্নে করণীয়
শীতের শুষ্ক আবহাওয়ায় চুল ও ত্বকের পাশাপাশি ঠোঁটও ক্ষতিগ্রস্ত হয়। আর তাই নিয়মিত ঠোঁটের যত্ন নিলে ক্ষতি কম হবে।
শীত আসলেই ঠোঁট ফেটে যাওয়ার সমস্যা বাড়তেই থাকে। এর ফলে হাসতে গেলে ঠোঁটে চাপ পড়ে ঠোঁট ফেটে রক্ত বের হয়। এতে অস্বস্তি লাগে।
যেহেতু শীত প্রায় এসেই পড়েছে তাই এখন থেকেই ঠোটের বিশেষ যত্ন নিতে হবে।
যাদের বছরজুড়ে ঠোঁটের চামড়া শুষ্ক থাকে তাদের এ সময় বেশি সমস্যায় পড়তে হয়। আর তাই এ সময় ঠোঁটের যত্নে প্রতিদিন ভ্যাসলিন বা লিপজেল ব্যবহার করা প্রয়োজন। এর ফলে ঠোঁট কোমল ও নরম হবে।
এছাড়া ঘরোয়াভাবে কিছু নিয়ম মেনে চললে ঠোঁটের সমস্যা থেকে মুক্তি মিলবে এবং খুব ভালো থাকবে:
এক চা চামচ চিনি, এক চা চামচ অলিভ অয়েল ও আধা চা চামচ বেসন মেশালে জেলের মত হবে। এই জেল ঠোঁটে লাগানোর কিছুসময় পর শুকিয়ে আসলে ভেজা হাতে মেসেজ করে এটি উঠিয়ে ফেলতে হবে। এতে করে মরাকোষ উঠে ঠোঁটের কোমলতা বজায় থাকবে।
তাছাড়া যারা প্রতিদিন লিপস্টিক ব্যবহার করে তারা লিপস্টিক লাগানোর পূর্বে লিপজেল বা ভ্যাসলিন দিয়ে মেসেজ করে ঠোট মুছে তারপর লিপস্টিক লাগালে তাদের ঠোঁট কালো হবে না এবং ভালো থাকবে।
এছাড়া খেয়াল রাখতে হবে:
রাতে ঘুমানোর আগে অবশ্যই ভ্যাসলিন বা লিপ জেল লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে।
শীতে অবশ্যই মশ্চারাইজার যুক্ত লিপস্টিক ব্যবহার করতে হবে।
শীতকালীন সবজি ও ফলমূল খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।
এ সময় পানি কম খাওয়ার কারণে শরীর সুস্থ হয়ে যায়। তাই নিয়মিত পানি খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।
পুরো শীত জুড়ে একটু যত্ন নিলেই ঠোঁট ফাটার ভয় আর থাকবে না।
=========================================
Check us out, Follow us, & Like us over at:Subscribe my channel: https://bit.ly/2Q6AoB2
Website: https://umbeautytips.blogspot.com
Facebook: https://bit.ly/39FKcKM
Contributor: https://shmilon.com
=========================================
0 Comments