সব ধরনের ত্বকের জন্য সেরা ফেইসওয়াশ
ত্বকের যত্নে আমরা নানা রকমের ফেইসওয়াশ ব্যবহার করি। কিন্তু অনেক সময় আমরা সঠিক ফেইসওয়াশ বেছে নিতে পারি না।
আর তাই আমাদের মুখে এর নানা রকম প্রভাব পড়ে এবং ব্রণ, ফুসকুড়ি, এলার্জিসহ নানা রকম উপসর্গ দেখা দেয়।
তবে কিছু কিছু ফেইসওয়াশ আছে যা সকল ধরণের ত্বকের জন্য উপযুক্ত।
আজ আপনাদের সাথে এমন ৫টি ফেইসওয়াশ নিয়ে আলোচনা করবো।
১. হিমালয়া নিম ফেইসওয়াশঃ
হিমালয়া নিম ফেইসয়াশ ত্বকের অতিরিক্ত তেল দূর করে এবং পরবর্তীতে ত্বকে যেন ব্রণ ও ফুসকুড়ি না হয় সে জন্য সাহায্য করে। এটি সকল ধরনের ত্বকের জন্য ব্যবহার উপযোগী। এটি ত্বকের সকল ধরণের জীবাণু দূর করে ত্বককে কোমল ও সতেজ করে তোলে। এই ফেইসওয়াশ সকল ধরণের ত্বকের জন্য উপযুক্ত।
দিনে দুই বার এই ফেইসওয়াশ দিয়ে মুখ পরিস্কার করবেন।
২. পন্ডস হোয়াইট বিউটি ফেইসওয়াশঃ
পন্ডস হোয়াইট বিউটি ফেইসওয়াশ ত্বকের নিস্তেজ ভাব দূর করে ত্বককে গভীরভাবে পরিষ্কার করে। এটি প্রো ভিটামিন বি-৩ এর সাহায্যে ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে তোলে। এছাড়া এটি ত্বকের মৃতকোষ পরিষ্কার করে এবং ত্বকের সকল দাগ দূর করে ত্বককে ফর্সা ও ঝলমলে করে তোলে। এই ফেইসওয়াশ সকল ধরণের ত্বকের জন্য উপযোগী।
দিনে দুইবার এই ফেইসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করবেন।
৩. লিভার আয়ুশ ফেইসওয়াশঃ
এই ফেইসওয়াশে থাকা কুমকুমাদি তেল যা ১৪টি প্রাকৃতিক ভেষজ উপাদান ও তেলের অনন্য সংমিশ্রণ যা ত্বকের সকল দাগ দূর করতে, ত্বক উজ্জ্বল করতে ও ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করতে সাহায্য করে। এটি ত্বককে দেয় গোল্ডেন গ্লো। এই ফেইসওয়াশ সকল ধরণের ত্বকের জন্য ব্যবহার উপযোগী।
এই ফেইসওয়াশ দিয়ে প্রতিদিন সকালে ও রাতে পুরো মুখ পরিষ্কার করবেন।
৪. ডাভ বিউটি ময়েশ্চারাইজ ফেইসওয়াশঃ
এই ফেইসওয়াশ ত্বককে ময়েশ্চারাইজ করে। এটি একটি বিউটি সেরাম যা গভীর থেকে ত্বককে পরিষ্কার করে। এছাড়া এই ফেইসওয়াশ ত্বককে কোমল ও মসৃণ করে। এই ফেইসওয়াশ সকল ধরণের ত্বকের জন্য ব্যবহার উপযোগী।
এই ফেইসওয়াশ দিয়ে প্রতিদিন সকালে ও রাতে পুরো মুখ পরিষ্কার করবেন।
৫. ফেয়ার এন্ড লাভ্লী আয়ুর্বেদিক ফেইসওয়াশঃ
ফেয়ার এন্ড লাভ্লী আয়ুর্বেদিক ফেইসওয়াশ হলুদ এবং কুমকুমাদি তেলের গুণ সমৃদ্ধ এক অনন্য আয়ুর্বেদিক সংমিশ্রণ, যা জাফরান, মঞ্জিষ্ঠা ও চন্দনসহ ১৪টি প্রাকৃতিক উপাদান সমৃদ্ধ।
ত্বককে গভীরভাবে পরিষ্কার করার জন্য এই বিশেষ মিশ্রণ সুপরিচিত এবং ত্বককে দেয় ন্যাচারাল উজ্জ্বলতা নিমিষেই। এই ফেইসওয়াশ সকল ধরনের ত্বকের জন্য ব্যবহার উপযোগী।
এই ফেইস ওয়াশ দিয়ে প্রতিদিন সকালে ও রাতে পুরো মুখ পরিষ্কার করবেন।
এই ৫টি ফেইসওয়াশ বাজারের সেরা ফেইসওয়াশ এবং সকল ধরণের ত্বকের জন্য উপযোগী। আপনাদের পছন্দমত যেকোনো একটি ফেইসওয়াশ ব্যবহার করুন এবং সুন্দর, উজ্জ্বল ত্বকের অধিকারী হোন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।
=========================================
Check us out, Follow us, & Like us over at:Subscribe my channel: https://bit.ly/2Q6AoB2
Website: https://umbeautytips.blogspot.com
Facebook: https://bit.ly/39FKcKM
Contributor: https://shmilon.com
=========================================
0 Comments