চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে যা যা খেতে হবে | Best Food For Eye | Eye Care | Um Beauty Tips


চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে যা যা খেতে হবেঃ 

যত দিন যায় তত আস্তে আস্তে চোখের দৃষ্টিশক্তি কমতে থাকে। আর তাই নিয়মিত চোখের যত্ন নিতে হবে। নিয়মিত চোখের যত্ন নিতে তাই খেতে হবে চোখের জন্য প্রয়োজনীয় খাবার। 

আমাদের চ্যানেল টি সাবস্ক্রাইব করুন -

আজ আপনাদের সাথে চোখের জন্য প্রয়োজনীয় কিছু খাবারের উপকারীতা নিয়ে আলোচনা করবো।


যেসব খাবার চোখের দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে তা নিচে আলোচনা করা হলোঃ

১. ঘন সবুজ রং এর বিভিন্ন ধরনের শাকঃ

ঘন সবুজ রং এর বিভিন্ন ধরনের শাকে প্রচুর পরিমাণে ভিটামিন ও পুষ্টি উপাদান রয়েছে।

তবে চোখের দৃষ্টিশক্তি ভালো রাখার জন্য সবচেয়ে বেশি ভালো হলো পালংশাক। আর তাই চোখের যত্নে নিয়মিত খাদ্য তালিকায় রাখুন বিভিন্ন ধরণের শাক ও সবজি।


২. গাজরঃ 

চোখের জন্য গাজর খুবই উপকারী। প্রায় সকল ধরনের কমলা রঙের ফল এবং সবজিতেই রয়েছে বিটাক্যারোটিন।


এ উপাদানটি চোখের ভেতর দিয়ে আলোর প্রবাহকে শোষণ করে এবং রাতে কম আলোতেও দেখার শক্তি বাড়ায়। তাই চোখ ভালো রাখতে নিয়মিত খাদ্য তালিকায় রাখুন গাজর। এর সাথে খাদ্য তালিকায় রাখুন বিভিন্ন ধরনের সবজি। 


৩. ভিটামিন-সিঃ 

ভিটামিন-সি সমৃদ্ধ ফল চোখের জন্য খুবই উপকারী। আপেল, কমলা, আমলকি ও পেয়ারাতে প্রচুর পরিমাণে ভিটামিন-সি রয়েছে।


নিয়মিত খাদ্য তালিকায় ভিটামিন-সি রাখলে চোখসহ শরীরের নানা উপকার হয়, আর তাই প্রতিদিনের খাদ্য তালিকায় রাখুন ভিটামিন-সি সমৃদ্ধ ফল। 


৪. বিভিন্ন ধরণের মাছঃ

ইলিশ, রুই ও বিভিন্ন ধরণের ছোট মাছ ফ্যাটি এসিডে পরিপূর্ণ, যা চোখের জন্য খুবই উপকারী।


আর এসব মাছের ফ্যাটি এসিড চোখের রেটিনার চারপাশে থাকা খুবই জরুরী। আর তাই চোখের যত্নে প্রতিদিনের খাদ্য তালিকায় এসব মাছ রাখুন। 


৫. বাদামঃ

চোখের দৃষ্টিশক্তি বাড়াতে এবং ভালো রাখতে বিভিন্ন রকমের বাদাম খেতে পারেন। 


বাদামে রয়েছে ভিটামিন-ই সহ নানা ধরনের ভিটামিন ও পুষ্টি উপাদান। বাদাম চোখের ক্রমাগত দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়াকে রোধ করে। আর তাই চোখের দৃষ্টিশক্তিকে ধরে রাখতে প্রতিদিন বাদাম খাবেন। 


৬. সুপারফুড ডিমঃ 

ডিমের গুনাগুন কমবেশি সবাই জানেন। ডিমকে সুপারফুড বলা হয়। চোখের দৃষ্টিশক্তি বাড়াতে চাইলে ডিম খেতে পারেন।


ডিমের কুসুমে জিংক ও লিউটেইন রয়েছে, যা রেটিনার সকল প্রকার ক্ষয় প্রতিরোধে সাহায্য করে। শরীরের জন্য ডিম খুবই উপকারী। প্রতিদিনের খাদ্য তালিকায় তাই ডিম রাখা আবশ্যক।

SUBSCRIBE

সবারই শরীরের পাশাপাশি চোখের যত্ন নিতে হবে, তাই সবাই অবশ্যই চোখের যত্নে মনোযোগী হন।  চোখের যত্নে নিয়মিত প্রয়োজনীয় খাবার খান।

সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং ভালো থাকুন।



=========================================
Check us out, Follow us, & Like us over at:
Subscribe my channel: https://bit.ly/2Q6AoB2
Contributor: https://shmilon.com
=========================================



Post a Comment

0 Comments