জানেন কি ছেলেদের চুল কেনো পড়ে? পুরুষদের চুলের যত্ন | UM Beauty Tips


জানেন কি ছেলেদের চুল কেনো পড়ে??


পুরুষদের চুল পড়ার মূল কারণ হলো দূষণ। পুরুষদের চুল পড়ার ধরণ নারীদের থেকে একটু আলাদা। যেমনঃ নারীদের মাথার ঠিক মাঝখান থেকে চুল পড়ে,আর পুরুষদের চুল পড়ে সামনের দিক থেকে।


কিন্তু চুল পড়ার ধরণ যেমনই হোক না কেনো নারী এবং পুরুষ সবাই চুল পড়া নিয়ে খুব বেশি চিন্তিত এবং এর সমাধান চান। 

আমাদের চ্যানেল টি সাবস্ক্রাইব করুন -

আজ আপনাদের সাথে ছেলেদের চুল পড়ার কারণ নিয়ে আলোচনা করবো। চলুন জেনে নেয়া যাকঃ 

ছেলেদের চুল পড়ার কারণঃ

ছেলেদের যেহেতু মাথার সামনের দিক থেকে চুল পড়ে তাই ছেলেদের চুল ঢাকা যায় না আর তাদের মাথায় টাক পড়ে। ছেলেরা যেহেতু বাহিরে বেশি যায় তাই ছেলেদের চুল এবং মাথার ত্বক তাড়াতাড়ি দূষিত বা ময়লা হয়। আর এজন্যই তাদের চুল বেশি পড়ে। 


কারণ ধুলাবালি,ময়লা চুলের ফলিকলকে বন্ধ করে দেয়। যার ফলে কোনো পুষ্টি ভেতরে যেতে পারে না এবং এর ফলে খুশকি দেখা দেয় ও চুলে পুষ্টির অভাব হয়। এতে করে চুল পড়ার মাত্রা বেড়ে যায়।
এছাড়াও ছেলেদের হরমোনের কারনেও চুল পড়ে থাকে।

সমাধানঃ 

আর তাই চুল পড়া বন্ধ করতে হলে চুল সব সময় পরিষ্কার রাখতে হবে, চুলের সঠিক যত্ন নিতে হবে এবং পুষ্টিকর খাবার খেতে হবে। এর পাশাপাশি সপ্তাহে ১দিন হলেও চুলে তেল ম্যাসাজ করতে হবে, সপ্তাহে ২/৩ দিন ভালো করে শ্যাম্পু করতে হবে। শ্যাম্পু করার পূর্বে তেল দিলে চুলের রুক্ষতা অনেকটা দূর হয়।
নিয়মিত চুলের পরিচর্যা করুন নিশ্চিন্ত থাকুন।  



=========================================
Check us out, Follow us, & Like us over at:
Subscribe my channel: https://bit.ly/2Q6AoB2
Contributor: https://shmilon.com
=========================================

Post a Comment

0 Comments