খুশকির সমস্যায় ভুগছেন?? ঘরে বসে প্রাকৃতিক উপাদান দিয়ে চুলের যত্ন নিন
আসসালামু আলাইকুম।
আমাদের নিত্যদিনের একটি বড় সমস্যা হল খুশকি। প্রায় সবাই কমবেশি খুশকির সমস্যায় ভুগে থাকেন। খুশকি চুলের বৃদ্ধি কমিয়ে দেয়, চুলের গোড়া কে দুর্বল করে দেয় যার ফলে চুল পড়া বেড়ে যায়, চুলের সৌন্দর্য নষ্ট হয়।
বাজারে অনেক শ্যাম্পু আছে যা খুশকির সমস্যা দূর করে বলে দাবি করে, কিন্তু সেগুলো রাসায়নিক উপাদান সমৃদ্ধ তাই চুলের ক্ষতি হয়, চুলের সৌন্দর্য নষ্ট হয়। আবার অনেকের সেগুলো ব্যবহার করেও খুশকি কমে না। প্রাকৃতিক উপাদানের কোন সাইড ইফেক্ট নেই। তাই প্রাকৃতিক উপাদান দিয়ে ঘরোয়া উপায়ে খুশকি দূর করুন।

জেনে নিন কিভাবে ঘরোয়া উপাদান দিয়ে খুশকি দূর করা যায়:
নিম পাতার পেস্ট:
নিমের মধ্যে বিদ্যমান অ্যান্টি-ফাঙ্গাল ও এন্টিভাইরাল উপাদান খুশকি দূর করতে দারুণ কার্যকরী।নিম পাতার পেস্ট তৈরি করে এক বাটি টক দইয়ের সাথে এই পেস্ট মেশান। মিশ্রণটি পুরো চুলে ভালো করে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট রেখে পুরো মাথা ভালো করে ধুয়ে ফেলুন।
টক দইও খুশকি দূর করতে দারুণ কার্যকর একটি উপাদান। আর তাই নিম পাতা বাটা এবং টকদই মিশিয়ে চুলে ব্যবহার করলে খুব সহজেই খুশকি দূর হয়ে যায়।
মেথি বাটা:
তিন চামচ মেথি অল্প একটু পানিতে সারারাত ভিজিয়ে রেখে পরদিন সকালে ব্লেন্ডারে বা পাটায় বেটে পেস্ট তৈরি করুন।এই পেস্টে এক চামচ লেবুর রস মিশিয়ে নিন। এই মিশ্রন পুরো চুলে ভালভাবে লাগিয়ে ৩০ মিনিট পর চুল ভালো করে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।
মেথি দানা নিকোটিনিক অ্যাসিড এবং প্রোটিন সমৃদ্ধ যা খুশকি দূর করার পাশাপাশি চুল পড়া দূর করতে দারুণ কার্যকরী। এছাড়াও মেথি দানা চুলের রুক্ষভাব দূর করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে।
নিয়মিত মাথার ত্বকের যত্ন নিন, মাথার ত্বক পরিস্কার রাখুন। চুল ভেজা অবস্থায় বাধবেন না, চুল ভালো করে শুকিয়ে তারপর চুল বাধবেন।
0 Comments