ঘরোয়া উপায়ে হেয়ার অয়েল তৈরী করুন- প্রাকৃতিক উপায়ে চুলের যত্ন নিন
আমাদের চ্যানেল টি সাবস্ক্রাইব করুন -
চুলের যত্ন নিতে নারকেল তেল, জলপাই তেল, বাদাম তেলের সাথে আরো কিছু তেল আছে যা চুলের জন্য খুবই উপকারী।
আজকের আলোচনায় থাকছে চুলের জন্য উপকারী ৫টি হেয়ার অয়েল তৈরি ও ব্যবহার সম্পর্কে।
জেনে নিন ৫টি হেয়ার অয়েল সম্পর্কেঃ
১. নারকেল তেল :
নারকেল তেল ব্যবহারে চুলের গোড়া শক্ত হয়। এটি চুলকে খুব ভালো ময়েশ্চারাইজ করে। কয়েকটি মেথি নারকেল তেলের সাথে মিশিয়ে কিছুক্ষণ ফুটিয়ে ঠান্ডা করে একটি বোতলে সংরক্ষণ করবেন। সপ্তাহে ১/২ বার এই তেল হালকা গরম করে চুলে ম্যাসাজ করে ৩০ মিনিট পর শ্যাম্পু করলে চুল সিল্কি/নরম হয়।
২. অলিভ ওয়েল/জলপাই তেল :
জলপাই তেল বা অলিভ অয়েল ভিটামিন-ই সমৃদ্ধ যা চুলের বৃদ্ধিতে ভূমিকা রাখে। এতে থাকা অ্যাসেন্সিয়াল ফ্যাটি এসিড চুলে পুষ্টি জোগায়। তাই সপ্তাহে ১/২ বার চুলে জলপাই তেল ব্যবহার করবেন।
৩. আমন্ড ওয়েল/বাদাম তেল :
দ্রুত চুলের বৃদ্ধির জন্য বাদাম তেলের সাথে জলপাই তেল মিশিয়ে সপ্তাহে ২ বার চুলে ম্যাসাজ করবেন। এটি চুলের জন্য খুবই উপকারী।

৪. তিলের তেল :
চুলের দ্রুত বৃদ্ধি ও চুলের কন্ডিশনিং করতে তিলের তেল খুবই কার্যকর। এর পাশাপাশি খুশকি দূর করার জন্য হট অয়েল ট্রিটমেন্টে তিলের তেল ব্যবহার করা হয়।
৫. ক্যাস্টর ওয়েল :
ক্যাস্টর অয়েল এ প্রচুর পরিমাণে এন্টিওক্সিডেন্ট আছে যা চুল পড়া কমায়। শুধু ক্যাস্টর অয়েল বা ক্যাস্টর অয়েলের সাথে ভিটামিন-ই ক্যাপসুল বা অলিভ অয়েল মিশিয়ে সপ্তাহে ২/৩ বার ব্যবহার করবেন। এই তেল রাতে ব্যবহার করে পরের দিন শ্যাম্পু করা উত্তম।
=========================================
Check us out, Follow us, & Like us over at:
Subscribe my channel: https://bit.ly/2Q6AoB2
Website: https://umbeautytips.blogspot.com
Facebook: https://bit.ly/39FKcKM
Contributor: https://shmilon.com
=========================================
0 Comments