জেনে নিন ত্বক অয়েলি বা তেলতেলে হওয়ার কারণ | Causes of oily skin | UM Beauty Tips



ত্বক অয়েলি বা তেলতেলে হওয়ার কারণ

আমাদের চ্যানেল টি সাবস্ক্রাইব করুন -

ত্বক অয়েলি বা তেলতেলে হওয়ার অনেক কারণ রয়েছে। ত্বক অয়েলি হওয়ার মূল কারণ হলো নিজেদের অভ্যাস।  এছাড়াও আরো অনেক কারণ রয়েছে। আজকের আলোচনায় থাকছে ত্বক তেলতেলে হওয়ার গুরুত্বপূর্ণ ৭টি কারণ।



Highlights
  • প্রতিদিনের অভ্যাসের ফলে ত্বক অয়েলি হয়। 
  • বয়ঃসন্ধি কালে হরমোনের পরিবর্তনের কারণে ত্বক তেলতেলে হয়।
  • অপর্যাপ্ত পানি পান, বেশি ঘাম এর ফলে ত্বক অয়েলি হয়।

চলুন জেনে নেয়া যাক ত্বক অয়েলি হওয়ার কারণগুলো: 


১. খারাপ অভ্যাস:



নিয়মিত সুষম খাদ্যের অভাব এবং শরীরের যত্ন ও শরীরচর্চার অভাবে ত্বকের তেলতেলে ভাব সহ বিভিন্ন সমস্যা দেখা দেয়। তাই নিয়মিত সুষম খাদ্য খাওয়ার পাশাপাশি শরীরচর্চা ও শরীরের যত্ন নিতে হবে। 


২. বংশগত কারণ:


ত্বক তেলতেলে হওয়ার অন্যতম একটি কারণ হলো বংশগত কারণ।

৩. পানি পান:



নিয়মিত পর্যাপ্ত পরিমাণে পানি পান না করলে ত্বকের লোমকূপের ময়লা পরিষ্কার হয় না। এর ফলে ত্বকে অয়েলি ভাব, ব্রণ, ত্বকের বিভিন্ন ছোপ ছোপ দাগ সহ বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। তাই প্রতিদিন কমপক্ষে ৮ থেকে ১০ গ্লাস বা দুই লিটার পানি পান করতে হবে। 

৪. বয়ঃসন্ধি কাল:



অনেকসময় বয়ঃসন্ধি কালে হরমোনের পরিবর্তনের কারণে ত্বক অয়েলি হয় এবং ত্বকে ব্রণ হয়ে থাকে।
 

৫. বেশি ঘাম হওয়া:



ঘাম বেশি হলে ত্বক তেলতেলে হয় এবং এর ফলে ত্বকে ব্রণ ও র্যাশ হয়। 

৬. ঋতুচক্র:



ঋতুকালে নারীদের ত্বকে বিভিন্ন রকম সমস্যা দেখা যায়। এর মধ্যে ব্রণ এবং ত্বকের তেলতেলে ভাব অন্যতম সমস্যা।

৭. জন্ম নিরোধক ওষুধ:



অনেক নারী জন্মনিরোধক পিল বা ওষুধ ব্যবহার করেন। এ সময় তারা ত্বকের বিভিন্ন সমস্যায় ভুগে থাকেন। এরমধ্যে ত্বকের তেলতেলে ভাব এবং ত্বকে ব্রণ হওয়া অন্যতম সমস্যা।





=========================================
Check us out, Follow us, & Like us over at:
Subscribe my channel: https://bit.ly/2Q6AoB2
Contributor: https://shmilon.com
=========================================
 

Post a Comment

0 Comments