রূপচর্চার চমৎকার ১২টি জাদুকরী টিপস | Rupchorchar Jadukori 12ti Tips | Beauty Tips


রূপচর্চার চমৎকার ১২টি জাদুকরী টিপস | Rupchorchar Jadukori 12ti Tips



রুপচর্চার চমৎকার জাদুকরী আরো কিছু টিপস আজ সবার সাথে শেয়ার করবো। জেনে নিন রুপচর্চার চমৎকার জাদুকরী ১২টি টিপসঃ 

আমাদের চ্যানেল টি সাবস্ক্রাইব করুন -


১. চুল ও ত্বকের জন্য অ্যালোভেরা জেল খুবই উপকারী।

২. চুলের খুশকি দূর করে লেবু।

৩. ঠোটের কালো দাগ দূর করতে ডালিমের দানা পেস্ট করে ঠোঁটে ঘষুন।

৪. ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে টমেটো।

৫. মাথায় নতুন চুল গজাতে সাহায্য করে পেঁয়াজের রস।

৬. মুখে গরম ভাপ দিলে মুখের জমে থাকা ময়লা দূর হয়।

৭. রোদে বের হবার আগে মুখে সানস্ক্রিন ক্রিম মাখুন।


৮. ত্বকের প্রদাহ কমানোর পাশাপাশি ত্বকের শুষ্কতা দূর করতে সাহায্য করে অ্যালোভেরা।

৯. টমেটোর রস হবে ভালো যদি রোদে পুড়ে মুখ হয় কালো।

১০. চোখের নিচের কালো দাগ বা ডার্ক সার্কেল দূর করতে ঘুমানোর আগে বাদামের তেল চোখের নিচে লাগিয়ে ঘুমাবেন।

১১. মেকআপ দীর্ঘস্থায়ী করতে চাইলে মেকাপের পূর্বে মুখে বরফ ঘষুন।

১২. পিঠের কালো ছোপ ছোপ দাগ দূর করতে ময়দা ও দুধ এক সাথে মিশিয়ে ১০ মিনিট ধরে পিঠে ম্যাসাজ করুন। 



=========================================
Check us out, Follow us, & Like us over at:
Subscribe my channel: https://bit.ly/2Q6AoB2
Contributor: https://shmilon.com
=========================================

Post a Comment

0 Comments