চমকে যাওয়ার মত কিছু টিপস | Chomke jaoyar moto kisu tips
- পছন্দের রঙের লিপস্টিক নেই? আপনার আই শ্যাডো প্যালেটে নিশ্চয়ই সে রংটি আছে! সেখান থেকে কিছুটা চামচ দিয়ে তুলে নিয়ে ভ্যাসেলিন মিশিয়ে ঠোঁটে লাগাতে পারেন। কাজ হয়ে যাবে!
- মেকআপ রিমুভার শেষ?? কোনো চিন্তা নেই। কিছুটা ভ্যাসলিন বা জলপাইয়ের তেল নিয়ে সারা মুখে মেখে নিন। এরপর তুলো দিয়ে আলতো ভাবে ঘষে তুলে ফেইস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে ফেলুন। মেকআপ তোলা নিয়ে আর কোন দুশ্চিন্তা নেই।
- ম্যাস্কারা যদি শুকিয়ে যায়, তাহলে সেটি ২০ মিনিট গরম পানিতে ডুবিয়ে রাখুন, ব্যবহার উপযোগী হয়ে উঠবে!
- যখন দেখবেন তেল এবং ফাউন্ডেশান ক্রিম আলাদা আলাদা হয়ে যাচ্ছে, তখন বুঝে নেবেন যে এই ফাউন্ডেশানটি ফেলে দেয়ার সময় হয়ে এসেছে। ক্রিম ও বেশি তেলযুক্ত ফাউন্ডেশানের সাধারণত ২ বছর পর্যন্ত মেয়াদ থাকে। মেয়াদ বেশিদিন ধরে রাখতে হাত দিয়ে ধরার বদলে ব্রাশ ব্যবহার করুন ।

- উজ্জ্বল এবং শক্ত নখ পেতে চান?? তাহলে সপ্তাহে ১দিন নখের উপর অলিভ অয়েল বা জলপাইয়ের তেল এর সাথে লবণ মিশিয়ে ১০ মিনিট লাগিয়ে রাখুন।
- রোদে পোড়া ত্বকের যত্নে, ত্বকের বলিরেখা কমাতে এবং ত্বকের তৈলাক্ততা কমাতে টমেটোর কোন তুলনা নেই! তাই আপনার খাদ্যাভ্যাসে নিয়মিত টমেটো রাখার চেষ্টা করুন।
- সঠিক ভ্রু শেইপ বোঝার জন্য একটি পেন্সিল নাকের পাশ থেকে চোখের কোণা বরাবর ধরুন। এখান থেকেই ভ্রু শুরু হয়। এরপর পেন্সিলটি নাকের পাশ থেকে চোখের শেষ মাথায় ধরুন। এখানে এসেই ভ্রু শেষ হয়।
=========================================
Check us out, Follow us, & Like us over at:
Subscribe my channel: https://bit.ly/2Q6AoB2
Website: https://umbeautytips.blogspot.com
Facebook: https://bit.ly/39FKcKM
Contributor: https://shmilon.com
=========================================
0 Comments