ত্বকের অবাঞ্ছিত লোম দূর করুন সহজ ২টি উপায়ে|| Lom dur korar ghorouya upay|| UM Beauty Tips

ত্বকের অবাঞ্ছিত লোম দূর করুন সহজ ২টি উপায়ে|| Lom dur korar ghorouya upay




নারী-পুরুষ অনেকেই ত্বকের অবাঞ্ছিত লোম নিয়ে খুবই বিরক্ত। বিশেষ করে  নারীদের হরমোনাল সমস্যার কারনে ঠোঁটের উপর,গালসহ বিভিন্ন স্থানে  অবাঞ্ছিত লোম দেখা যায়। এর কিছু স্কিন ট্রিটমেন্ট রয়েছে তবে তা ব্যয়বহুল এবং কষ্টদায়ক। তাছাড়া এসব ট্রিটমেন্ট এর সাইড ইফেক্টও রয়েছে। আর তাই কোনো সাইড ইফেক্ট ছাড়াই ঘরোয়া উপায়ে ত্বকের অতিরিক্ত লোম দূর করুন খুব সহজেই।

                                     আমাদের চ্যানেল টি সাবস্ক্রাইব করুন - 

আজ আপনাদের সাথে সহজ এবং জনপ্রিয় ২টি ঘরোয়া ওয়াক্সিং পদ্ধতি আলোচনা করবো।

১. চিনি

ঘরোয়া উপায়ে অবাঞ্ছিত লোম দূর করার অন্যতম উপাদান হলো চিনি। একটি পাত্রে চিনি নিয়ে ১ মিনিট জ্বাল দিয়ে এর সাথে একটু লেবুর রস মিশিয়ে ঘন করে নিন। ঠান্ডা হয়ে গেলে যেখানে লোম উঠাবেন সেখানে মিশ্রণটি লাগিয়ে একটি কাপড় দিয়ে চক্রাকারে ঘষুন এবং লোমের বিপরীতে টান দিন।  
এভাবে খুব সহজে ঘরে বসেই ওয়াক্সিং বা অবাঞ্ছিত লোম দূর করতে পারবেন।
মাঝে মাঝে এভাবে করলে আপনার ত্বকের লোম অনেকটাই কমে যাবে।


                                       



২. ডিমের সাদা অংশ

লোম দূর করতে ডিমের সাদা অংশ বেশ কার্যকর। ১টি ডিমের সাদা অংশ, চিনি এবং কর্ণ ফ্লাওয়ার ভালোভাবে ফেটে নিয়ে যেখানে লোম তুলবেন সেখানে মিশ্রণটি লাগিয়ে রাখুন। আধা ঘন্টা পর শুকিয়ে গেলে এটি তুলে ফেলুন। ভালো ফল পেতে এটি সপ্তাহে ৩বার ব্যবহার করুন। ৩০ দিনের মধ্যেই দেখবেন আপনার লোম অনেকটা কমে এসেছে।

কারো যদি এসব উপাদানের কোনোটিতে এলার্জি থাকে তাহলে সেটি ব্যবহার থেকে বিরত থাকুন।


========================================= Check us out, Follow us, & Like us over at:
Subscribe my channel: https://bit.ly/2Q6AoB2 Website: https://umbeautytips.blogspot.com Facebook: https://bit.ly/39FKcKM Contributor: https://shmilon.com =========================================
 

Post a Comment

0 Comments