করোনায় আক্রান্ত হয়েছেন, কিভাবে বুঝবেন | করোনা ভাইরাসের লক্ষণ | UM Beauty Tips

করোনায় আক্রান্ত হয়েছেন, কিভাবে বুঝবেন | করোনা ভাইরাসের লক্ষণ

আমাদের চ্যানেল টি সাবস্ক্রাইব করুন - 

 


  • আপনার সর্দি হয়েছে, কিন্তু কাশি হয় নি---  অর্থাৎ আপনার করোনা হয় নি।

  • আপনার সর্দি হয়েছে, কাশিও হয়েছে, কিন্তু শুকনো কফ হয়নি--- অর্থাৎ আপনার করোনা হয়নি।

  • আপনার সর্দি হয়েছে, কাশিও হয়েছে, শুকনো কফও হয়েছে, কিন্তু আপনার জ্বর হয়নি--- অর্থাৎ আপনার করোনা হয়নি।

  • আপনার সর্দি হয়েছে, কাশিও হয়েছে, শুকনো কফও হয়েছে, জ্বরও হয়েছে, কিন্তু আপনার জ্বর নেমে গিয়েছে--- অর্থাৎ আপনি করোনায় আক্রান্ত হন নি।




  • আপনার সর্দি হয়েছে, কাশিও হয়েছে, শুকনো কফও হয়েছে, জ্বরও হয়েছে, কিন্তু জ্বর নামেনি এবং শ্বাসকষ্টও হয়নি--- অর্থাৎ আপনার করোনা হয়নি।

  • আপনার সর্দি হয়েছে, কাশিও হয়েছে, শুকনো কফও হয়েছে, জ্বরও হয়েছে এবং জ্বর নামেনি, শ্বাসকষ্টও হয়েছে, শরীর ব্যথাও করছে--- অর্থাৎ আপনি করোনায় আক্রান্ত হতে পারেন।


তাহলে আর দেরি না করে অতি দ্রুত করোনার জন্য সরকার নির্ধারিত হাসপাতালে যোগাযোগ করুন বা হটলাইনে কল করুন।

আতঙ্কিত না হয়ে সর্দি, কাশি, জ্বরের জন্য ঔষধ খান।
অপ্রয়োজনে হটলাইন নাম্বারে কল করে বিজি রেখে জরুরী সেবায় ব্যঘাত সৃষ্টি করবেন না।
সর্বোপরি সবাই নিরাপদ অবস্থানে থাকুন, অপ্রয়োজনে বাহিরে বের হবেন না, বার বার সাবান পানি দিয়ে হাত ধোবেন, বাহিরে গেলে অবশ্যই মুখে মাস্ক ব্যবহার করবেন।


========================================= Check us out, Follow us, & Like us over at:
Subscribe my channel: https://bit.ly/2Q6AoB2 Website: https://umbeautytips.blogspot.com Facebook: https://bit.ly/39FKcKM Contributor: https://shmilon.com =========================================
 


Post a Comment

0 Comments