ঘরে থাকা সাবান দিয়েই হ্যান্ডওয়াশ তৈরি করুন|| saban diye jevabe handwash banaben|| UM Beauty Tips




ঘরে থাকা সাবান দিয়েই হ্যান্ডওয়াশ তৈরি করুনঃ



হাত আমাদের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ, আর আমাদের হাত দুটোই সব চেয়ে বেশি জীবাণু দ্বারা আক্রান্ত হয়।  হাত দিয়েই আমরা প্রতিদিন অনেক বেশি কাজ করি।  আর তাই হাত দুটোকে সব সময় জীবাণুমুক্ত এবং পরিষ্কার রাখা জরুরী।

মার্কেটে অনেক ধরণের হ্যান্ডওয়াশ পাওয়া যায়। কিন্তু আপনি যদি চান তাহলে ঘরে বসেই খুব সহজেই বানিয়ে নিন হ্যান্ডওয়াশ।

তাহলে জেনে নিন কিভাবে সাবান দিয়ে হ্যান্ডওয়াশ বানাবেনঃ 


উপকরণঃ

১. ‌ডেটল বা সেভলন সাবান ১২৫ গ্রাম,
২. ১ লিটার পানি,
৩. ১টি পরিস্কার হ্যান্ডওয়াশের বোতল,
৪. গ্লিসারিন।


প্রস্তুত প্রণালীঃ

শুরুতেই সাবান টুকরো করে কেটে নিতে হবে। এরপর ১টি ব্লেন্ডারে অল্প পানি নিয়ে এতে টুকরো করে কাটা সাবান মিশিয়ে ব্লেন্ড করে নিতে হবে। এই মিশ্রণটি আধা ঘন্টা রেখে দিতে হবে। মিশ্রণে দুই টেবিল চামচ গ্লিসারিন ভালো করে মিশিয়ে নিতে হবে।  এরপর একটি পরিষ্কার বোতলে এই মিশ্রণটি ঢেলে নিতে হবে। এইতো তৈরি হয়ে গেলো হ্যান্ডওয়াশ। 

Post a Comment

0 Comments