৭টি রোগ থাকলে আপনার করোনার ঝুঁকি অনেক বেশি | j roge coronar jhuki beshi | UM Beauty Tips

৭টি রোগ থাকলে আপনার করোনার ঝুঁকি অনেক বেশি

 


বর্তমানে করোনা ভাইরাস একটি আতঙ্কের নাম। সাধারন বা মৌসুমি ফ্লুর চেয়ে করোনা ভাইরাস ১০ গুন বেশি প্রাণঘাতী। আর যাদের শরীরে আগে থেকেই কিছু সমস্যা রয়েছে তাদের করোনার ঝুঁকি বেশি। বিভিন্ন দেশের আক্রান্ত হওয়া মানুষের উপর জরিপ করে দেখা যায় বয়স্কদের পাশাপাশি যাদের শরীরে বিভিন্ন সমস্যা রয়েছে তারা এ ভাইরাসে বেশি আক্রান্ত এবং ক্ষতিগ্রস্থ হয়েছে।

আমাদের চ্যানেল টি সাবস্ক্রাইব করুন - 

আর তাই আজ আপনাদের জানাবো যে ৭টি রোগ থাকলে করোনার ঝুঁকি বেশি।

১. দুর্বল ইমিউন সিস্টেমঃ

ইমিউন সিস্টেম হলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা। করোনা ভাইরাসের কোনো ভ্যাকসিন এখনো আবিষ্কার হয়নি। আর বিশেষজ্ঞদের মত হলো এই ভাইরাস প্রতিরোধ করার একমাত্র উপায় হলো ইমিউন সিস্টেম। আর তাই যাদের ইমিউন সিস্টেম দুর্বল, সহজেই যারা যে কোনো রোগে আক্রান্ত হন তাদের বাড়তি সচেতনতার প্রয়োজন রয়েছে।


২. যক্ষা বা ফুসফুসের সমস্যা থাকলেঃ

যক্ষা বা ফুসফুসের সমস্যা থাকলে করোনার ঝুঁকি অনেক বেশি হয়। কারন তাদের ফুসফুস আগে থেকেই ক্ষতিগ্রস্থ থাকে বিধায় করোনা ভাইরাস সহজেই তাদের ফুসফুসে বাসা বাধতে পারে। তাই তাদের উচিত সচেতন থাকা।


৩. হার্টের সমস্যাঃ

এক্ষেত্রে ঝুঁকিতে রয়েছেন হার্টের রোগীরা। কারন হার্টের রোগীদের ইমিউন সিস্টেম এমনিতেই দুর্বল থাকে। আর তাই ভাইরাসের বিরুদ্ধে তাদের শরীর শক্তিশালী ভাবে তা প্রতিরোধ করতে সক্ষম হয় না।


৪. পাকস্থলীর সমস্যাঃ

যারা পাকস্থলীর সমস্যায় ভুগছেন এবং যাদের হজমে সমস্যা আছে করোনা ভাইরাস তাদের জন্য অনেক ক্ষতিকর। এসময় তাই বাড়তি সচেতনতার প্রয়োজন রয়েছে , কারন বিশেষজ্ঞরা মনে করেন করোনা ভাইরাসের সাথে লড়াই করার মত ইমিউন সিস্টেম তাদের নেই।


৫. ডায়াবেটিসঃ

অন্যদের তুলনায় যাদের ডায়াবেটিস রয়েছে তারা করোনায় আক্রান্তের ঝুঁকিতে রয়েছে। "কোভিড-১৯ ডায়াবেটিসে ভোগা ব্যক্তিদের জন্য বিপজ্জনক"- এটি যুক্তরাজ্যের ডায়াবেটিস চিকিৎসক ডন হওয়ার্থ এর নিজস্ব মত। আর তাই ডায়াবেটিস রোগীদের বাড়তি সচেতনতার প্রয়োজন।


৬. অ্যাজমাঃ

করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর শ্বাসনালী ক্ষতিগ্রস্থ হয়। আর অ্যাজমা রোগীরা এমনিতেই শ্বাসকষ্টে ভোগেন, তাই করোনা ভাইরাস তাদের জন্য বেশি ঝুঁকি বয়ে আনে।
আর তাই বিশেষজ্ঞদের মতামত হলো, করোনা ভাইরাসে আক্রান্ত হলে অ্যাজমা রোগীদের অবশ্যই ইনহেলার ব্যবহার করা উচিত।


৭. ক্যান্সারঃ

করোনা ভাইরাসের সবচেয়ে বেশি ঝুঁকি হলো ক্যান্সারের রোগীদের। একবার আক্রান্ত হলে সুস্থ হয়ে উঠা অনেক কঠিন। ক্যান্সারে আক্রান্ত হলে ইমিউন সিস্টেম অনেক দুর্বল হয়ে যায়। আর তাই তাদের বাড়তি সচেতনার প্রয়োজন রয়েছে।



========================================= Check us out, Follow us, & Like us over at:
Subscribe my channel: https://bit.ly/2Q6AoB2 Website: https://umbeautytips.blogspot.com Facebook: https://bit.ly/39FKcKM Contributor: https://shmilon.com =========================================


Post a Comment

0 Comments