গর্ভবতীদের করোনা ভাইরাসের ঝুঁকি কতটুকু | Corona virus risk in pregnancy period | UM Beauty Tips

গর্ভবতীদের করোনা ভাইরাসের ঝুঁকি কতটুকু??

 

আমাদের চ্যানেল টি সাবস্ক্রাইব করুন - 

করোনা ভাইরাস নিয়ে যেমন সবাই আতঙ্কিত, তেমনি গর্ভবতী এবং যারা বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছেন তারাও অনেক বেশি চিন্তিত।
এমন অবস্থায় করোনার ঝুঁকি কতটুকু, কিভাবে কি করতে হবে তা জানাবো আজকের আলোচনায়।

গর্ভবতীদের করোনার ঝুঁকির পরিমাণঃ 

করোনা ভাইরাস নিয়ে এখনো খুব বেশি তথ্য পাওয়া যায় নি। কিন্তু গর্ভাবস্থায় শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা অনেকটাই কমে যায়। আর তাই এ অবস্থায় যে কোনো সংক্রমণের ঝুঁকি বেশি থাকে। তাছাড়া গর্ভাবস্থায় বুক থেকে পেটের মধ্যকার ডায়াফ্রাম নামের পর্দাটি হালকা উপরের দিকে উঠে যায় বলে এমনিতেও শেষের দিকে শ্বাসকষ্ট হয়, আর সংক্রমণের জন্য এ শ্বাসকষ্ট সাধারণ মানুষের চেয়ে বেশি হতে পারে। আর তাই শুরুতেই চিকিৎসা গ্রহণ করলে ঝুঁকি এড়ানো যাবে।


গর্ভের শিশুর ক্ষতি হওয়ার সম্ভাবনাঃ

করোনা ভাইরাসে সংক্রমণের জন্য অপরিণত অবস্থায় জন্ম, গর্ভপাত, শিশুর বৃদ্ধি ব্যাহত, জন্মগত ত্রুটিসহ নানা ধরনের সমস্যা হতে পারে।
আর তাই জ্বর বা কাশি হলে শুরুতেই চিকিৎসা নেয়া হলে পরবর্তী ঝুঁকি এড়ানো যাবে।


নবজাতক শিশুর মায়ের থেকে সংক্রমণের ঝুঁকি কতটুকুঃ

এখনো পর্যন্ত কোনো গবেষণায় মায়ের কাছ থেকে নবজাতকের সংক্রমণ নিয়ে জন্মানোর তথ্য পাওয়া যায় নি। এছাড়াও বুকের দুধেও এর কোনো উপস্থিতি পাওয়া যায় নি। আর তাই নিশ্চিন্তে আক্রান্ত মা  সন্তানকে বুকের দুধ খাওয়াতে পারবেন। কিন্তু তাকে অবশ্যই সতর্কভাবে মুখে মাস্ক পরে এবং হাত ভালো করে পরিষ্কার করে করে খাওয়াতে হবে।


যা যা করতে হবেঃ

  • গর্ভবতীদের রোগপ্রতিরোধ ক্ষমতা কম, তাই অনেক বেশি সচেতন থাকতে হবে।
  • সবস সময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে।
  • যেখানে মানুষ বেশি হয় যেমনঃ মার্কেট, গণপরিবহন এড়িয়ে চলতে হবে।
  • অসুস্থ লোকের কাছে যাওয়া যাবে না।
  • বার বার হাত ধুতে হবে।
  • কাঁচা মাছ-মাংস এবং পশু-পাখি ধরা যাবে না, আর ধরলেও খুব দ্রুত সাবান দিয়ে হাত ধুতে হবে।
  • অসুস্থবোধ করলে বাড়িতে থেকে বিশ্রাম নিন, প্রচুর তরলজাতীয় জিনিস পান করুন।
  • নিজের ইচ্ছায় ওষুধ খাবেন না, প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নেবেন।


========================================= Check us out, Follow us, & Like us over at:
Subscribe my channel: https://bit.ly/2Q6AoB2 Website: https://umbeautytips.blogspot.com Facebook: https://bit.ly/39FKcKM Contributor: https://shmilon.com =========================================
 vv


Post a Comment

0 Comments