কেনো চুল পড়ে জেনে নিন|| চুল পড়ার কারন|| Chul porar karon|| UM Beauty Tips



কেনো চুল পড়ে জেনে নিন|| চুল পড়ার কারন|| 


চুল পড়া নিয়ে সবাই চিন্তিত, প্রায় সবারই কম বেশি চুল পড়ে। শরীরে পুষ্টির অভাব, দুশ্চিন্তা, কম ঘুম নানা কারনে চুল পড়ে যেতে পারে।

চুল কেনো পড়ে এর কয়েকটি বিষয় আজ আপনাদের সাথে আলোচনা করবো।

 এজন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 

চলুন জেনে নেয়া যাকঃ


ভালোভাবে চুল পরিষ্কার না করাঃ
চুল পরিষ্কার রাখতে প্রতি সপ্তাহে অন্তত ২/৩ দিন শ্যাম্পু করা উচিত। কারন নিয়মিত চুল পরিষ্কার না করলে খুশকির উপদ্রব বেড়ে গিয়ে লোমকূপ বন্ধ হয়ে যেতে পারে। যা নতুন চুল গজানোর জন্য বাধা হয়ে দাঁড়াতে পারে।

Post a Comment

0 Comments