জাফরান হেয়ার অয়েল এর বিশেষ ব্যবহার পদ্ধতি জেনে নিন
জাফরান অয়েলই একমাত্র পরিক্ষিত অয়েল যা ব্যবহার করে হাজারো মেয়ে এসব প্রবলেম ১০০% সমাধান করে চুলকে তাদের মনের মত করতে পেরেছে। এটি সত্যি একটি অসাধারন কার্যকরী অয়েল আর প্রাইজটাও অনেক রেজোনেবল।
আমাদের চ্যানেল টি সাবস্ক্রাইব করুন -
প্রতিদিন চুল খালি পড়েই যাচ্ছে...!!
একটুকু লম্বা হবার নাম বলতে নেই...!!
চুল গুলো দিন দিন নিষপ্রাণ হয়ে যাচ্ছে...!!
এই প্রবলেমের সমাধান খুঁজছো তো???
আসসালামু আলাইকুম।
জাফরান হেয়ার অয়েল নিয়ে আজ আরো কিছু কথা শেয়ার করতে চাই। এটি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি। অনেকেই অনেক প্রশ্ন করেছেন। বিশেষ করে জাফরান তেল ব্যবহার পদ্ধতি নিয়ে অনেক প্রশ্ন করেছেন। প্রশ্নের উত্তরের আগে আমরা জাফরান তেল সম্পর্কে কিছু কথা জেনেই নেই চলুন।
জাফরান হেয়ার অয়েল কি?
জাফরান হেয়ার গ্রোথ থেরাপি তৈরি হয়েছে জাফরানের নির্জাস সহ আরো ১০টির বেশী অসাধারণ ও দুর্লভ হারবাল উপাদান দিয়ে। এর অনন্য ফর্মুলার কারনে খুব দ্রুত ও সহজেই উপাদেয় উপাদান গুলো চুল ও চুলের গোরায় ঢুকে চুল ও স্ক্যাল্প এর প্রয়োজনীয় পুষ্টি যোগায়। আমাদের চুল মুলত কেরাটিন দিয়ে গঠিত। এটি এমিনো এসিড দিয়ে তৈরি একধরনের প্রোটিন। জাফরান হেয়ার গ্রোথ থেরাপি চুলে পর্যাপ্ত এমিনো এসিড সরবরাহ করে ও ফলিকল উদ্দিপিত করে যা নতুন চুল গজাতে সাহায্য করে। এর ভেষজ উপাদানে আরো আছে আয়রন ও জিংক যা স্ক্যাল্পে অক্সিজেন প্রবাহিত করে আর নতুন টিসু তৈরি করে ও চুল পরে যাওয়া বন্ধ করে চুলকে দ্রুত বাড়তে সহায়তা করে।
অনেকে জানতে চেয়েছেন জাফরান হেয়ার অয়েল কি শুধু চুলের গোড়ায় লাগাবো??
হ্যাঁ চুলের গোড়ায় লাগাবেন। কারন চুল গোড়া থেকেই লম্বা হয়। আর লাগানোর পূর্বে খেয়াল রাখবেন চুলের গোড়া যেনো শুকনো থাকে অর্থাৎ ভেজা চুলে লাগানো যাবে না।
অনেকে জানতে চেয়েছেন জাফরান তেল কখন বা কয়দিন লাগাবো এবং চুল ধোবো কিভাবে??
যাদের চুল অনেক বেশি পড়ে তারা প্রতিদিন বিকেলে বা রাতে লাগাবেন। আর যাদের চুল অনেক বেশি পড়ে না তারা একদিন পর পর লাগাতে পারেন।
চুলে যেভাবেই লাগান প্রতিদিন শ্যাম্পু করার দরকার নেই। সপ্তাহে দুই বার শ্যাম্পু করবেন।
আরো কিছু প্রশ্নের উত্তরঃ
- এই তেল ব্যবহার করে রোদে যাওয়া যাবে, সমস্যা নেই।
- কোনো তেলই আগাতে দিলে চুল গজানোর কোনো কাজে আসবে না এবং চুল পড়া কমাবেও না। কারন চুল গোড়া থেকে বাড়ে এবং গোড়া থেকেই ঝরে যায়।
- আর বকি থাকে চুল সিল্কি হওয়া সেটা আপনি যে কোনো তেল গোড়া বাদে শ্যাম্পু করার ১ ঘন্টা আগে বা রাতেও লাগিয়ে পরের দিন শ্যাম্পু করলে এমনিতেই আপনার চুল সিল্কি হবে।
- আমি জাফরান তেল গোড়াতে লাগাই, আর শ্যাম্পু করার ১/২ ঘন্টা আগে গোড়া বাদে পুরো চুলে নারকেল তেল লাগিয়ে শ্যাম্পু করি। এতে চুল সফট এবং সিল্কি হয়।
- আপনি জাফরান তেলও চুলের আগাতে লাগাতে পারবেন সমস্যা নেই কিন্তু এতে আপনার চুল গজানো বা চুল পড়া কমাবে না।
- কেউ কেউ বলেছেন ব্যবহার করেও চুল পড়া কমেনি। জাফরান তেল আসল নকল আছে, হয়তো আপনি নকল টা ব্যবহার করেছেন।
- আর যদি হরমোনাল সমস্যার কারনে চুল পড়ে তাহলে জাফরান তেলে কাজ হবে না, বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে আপনার হরমোন চিকিৎসা নিতে হবে।
- কেউ কেউ বলছেন একেক জায়গায় একেক ভাবে ব্যবহারের কথা বলেছে, এটাই স্বাভাবিক সব জায়গায় এক রকম পাবেন না। তবে আমি যেভাবে ব্যবহার করে ভালো ফল পেয়েছি আপনাদের কাছে সেটাই শেয়ার করলাম।
=========================================
Check us out, Follow us, & Like us over at:
Subscribe my channel: https://bit.ly/2Q6AoB2
Website: https://umbeautytips.blogspot.com
Facebook: https://bit.ly/39FKcKM
Contributor: https://shmilon.com
=========================================
0 Comments