জেনে নিন রক্তের গ্রুপ অনুযায়ী করোনা ভাইরাসের ঝুঁকি কেমন|| Rokter group a corona virus er jhuki|| UM Beauty Tips



জেনে নিন রক্তের গ্রুপ অনুযায়ী করোনা ভাইরাসের ঝুঁকি কেমন 



করোনা ভাইরাস নিয়ে বর্তমান বিশ্ব আতঙ্কিত। হু হু করে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে।

সম্প্রতি করোনা ভাইরাস নিয়ে সুসংবাদ দিয়েছেন চীন।

সম্প্রতি এক গবেষণায় পাওয়া গেলো নতুন এক তথ্য। তথ্য মোতাবেক জানানো হয়, মারাত্মক ছোঁয়াচে এই রোগের সঙ্গে মানুষের রক্তের গ্রুপের একটি যোগসূত্র রয়েছে।

চীনের সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে - "এ পজেটিভ" এবং "এ নেগেটিভ" গ্রুপধারীদের করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি এবং সংক্রমিত হওয়ার ক্ষেত্রে তুলনামূলক কম ঝুঁকিতে আছেন "ও পজেটিভ" এবং "ও নেগেটিভ" রক্তের গ্রুপধারীরা।

চীনের গবেষকদের একটি গবেষণায় এ চিত্র উঠে এসেছে। 

সম্প্রতি করোনার আঁতুড়ঘর উহান ও পরে শেনঝেনের ২ হাজার আক্রান্তের রক্ত পরীক্ষা করে উহান বিশ্ববিদ্যালয়ের গবেষকরা একটি তথ্য উপস্থাপন করেন।

এতে দেখা যায়, বেশির ভাগ করোনা রোগী "এ পজেটিভ"  এবং  "এ নেগেটিভ" গ্রুপধারী। 
আর "ও পজেটিভ" এবং "ও নেগেটিভ" রক্তের গ্রুপধারীদের সংখ্যা ঐ ২ হাজার রোগীর মধ্যে সংখ্যায় কম।

ঐ গবেষণার শেষে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ২০৬ জনের রক্তের গ্রুপ যাচাই করেন বিজ্ঞানীরা।

তারা দেখতে পান, ঐ ২০৬ জনের মধ্যে ৮৫ জন "এ গ্রুপের" রক্তধারী আর  ৫৩ জন "ও গ্রুপের"। পরিসংখ্যান বলছে "এ গ্রুপের" রোগীদের মৃতের হার "ও গ্রুপের" রোগীদের চেয়ে ৬৩ শতাংশ বেশি। 

গবেষণালব্ধ ফলাফল জানিয়ে গবেষক দলের প্রধান ওয়াং জিং হুয়ান বলেন, আমরা এটাই দেখেছি  একেক গ্রুপের রক্তের গ্রুপের রোগীর উপর করোনা একেক রকম প্রভাব ফেলে।
সেখানে দেখা গেছে, "এ গ্রুপের" রক্তধারীরা সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত হচ্ছেন, আবার মারাও যাচ্ছেন। 
অন্যদিকে "ও গ্রুপের" রক্তধারীদের জন্য করোনা ঝুঁকি অনেকটাই কম। 

তিনি বলেন গবেষণাটি এখনো অসমাপ্ত। কারন আমরা এখনো জানি না কী কারনে বিভিন্ন গ্রুপের রক্তে করোনার প্রভাব বিভিন্ন। আর তা জানতে পারলেই প্রাণঘাতী এই ভাইরাসের লাগাম টানা যাবে।

তবে এখন পর্যন্ত গবেষণার সুফল দিক হচ্ছে "এ গ্রুধারীদের" সংক্রমণের ঝুঁকি এড়াতে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে।

Post a Comment

0 Comments