খুব সহজেই ঘরে বসে হ্যান্ডওয়াশ তৈরি করুন
বাংলাদেশে করোনাভাইরাস চলে এসেছে আর তাই আমাদের আতংকের কোনো শেষ নেই। হুড়োহুড়ি করে আমরা দোকান আর ফার্মেসিতে দৌড়াদৌড়ি করছি মাস্ক, স্যানিটাইজার আর হ্যান্ডওয়াশ কেনার জন্য। কিন্তু অনেকেই দোকানে ভিড় জমিয়েও এগুলো পাচ্ছেন না, কারণ চাহিদা অনুযায়ী সরবরাহ নেই, আবার সবকিছুর দামও এখন বেশি। তাই এতো চিন্তা না করে চাইলে বাড়িতেও তৈরি করে নিতে পারেন হ্যান্ডওয়াশ এবং সেটা খুব সহজেই।
হ্যান্ডওয়াশ তৈরির জন্য যা যা প্রয়োজনঃ
হার্ডওয়্যারের দোকানে আইসোপ্রোপাইল অ্যালকোহলের মিশ্রণ কিনতে পাওয়া যায়। চেষ্টা করুন ৯১ শতাংশ আইসোপ্রোপাইল অ্যালকোহল বা রাবিং অ্যালকোহল রয়েছে এমন মিশ্রণ কেনার। এর সঙ্গে কিনুন গ্লিসারিন বা অ্যালোভেরা জেল। গন্ধের জন্য প্রয়োজন কিছুটা এসেনশিয়াল অয়েলও।
যেভাবে তৈরি করবেনঃ
২/৩ কাপ আইসোপ্রোপাইল অ্যালকোহলের সঙ্গে ১-৩ কাপ গ্লিসারিন বা অ্যালোভেরা জেল মিশিয়ে নিন। এর সঙ্গে ২ চা চামচ পছন্দের কোনো এসেনশিয়াল অয়েল মেশান ।
এই তিন রকম উপাদান ভালো করে মিশিয়ে ঝাঁকিয়ে নিলেই তৈরি হয়ে যাবে প্রয়োজন হ্যান্ডওয়াশ। এবার এই মিশ্রণ একটি শেষ হয়ে যাওয়া শ্যাম্পুর স্প্রে বোতলে ভরে রাখুন। হাত ধোয়ার সময় এই মিশ্রণ ব্যবহার করুন। শেষ হয়ে গেলে একই ভাবে আবার বানিয়ে নিন।
0 Comments