করোনা ভাইরাসে আক্রান্ত হবার ঝুঁকি যাদের বেশি
নোভেল করোনা ভাইরাস নিয়ে আমরা সবাই অনেক বেশি চিন্তিত।
আজকের আলোচনায় থাকছে কারা সব চেয়ে বেশি এই ভাইরাসে আক্রান্তের ঝুঁকিতে রয়েছে।
- গবেষকরা বলছেন, ধূমপান ফুসফুস রোগের অন্যতম কারণ। ধূমপানের ফলে ফুসফুস ও হৃদপিণ্ডের কার্যক্ষমতা কমে যায়। ফলে করোনায় আক্রান্ত হলে মৃত্যুঝুঁকি বেড়ে যায় অনেক বেশি।
- করোনাভাইরাসের প্রাথমিক উপসর্গ হলো হালকা জ্বর, সর্দি ও কাশি। তবে এটি ফুসফুসকে আক্রমণ করে বসলে মৃত্যুর ঝুঁকি রয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন, ফুসফুসের কার্যকারিতা ধরে রাখতে ধূমপান ছেড়ে দেয়া উচিত।
- গবেষণায় দেখা গেছে, অতীতের সার্স ও চলমান করোনাভাইরাসের মতো মহামারিতে শিশুরা অপেক্ষাকৃত কম আক্রমণের শিকার হয়েছে। সবচেয়ে বেশি আক্রমণের শিকার হয়েছেন বয়স্করা। এর সঠিক কারণ এখনও জানতে পারেননি গবেষকরা।
- গবেষকরা এর সম্ভাব্য কারণ হিসেবে মনে করছেন, ধূমপান ও দূষণের কারণে শিশুদের তরতাজা ফুসফুস এখনো সক্ষমতা হারায়নি এবং এ বয়সে তাদের ডায়াবেটিস ও ক্রোনিক অবস্ট্রাক্টিভ পালমোনারি ডিজিসেসের(সিওপিডি)মতো রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও কম। ফলে তাদের মৃত্যুর হার কম।
- অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস কিরবি ইনস্টিটিউটের বায়োসিকিউরিটি বিভাগের প্রধান রেইনা মকন্টায়ার বলেন, 'যাদের ফুসফুসজনিত সমস্যা রয়েছে তাদের জন্য এ ভাইরাস খুবই নির্দয়।'
- অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির (এএনইউ) মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক সনজয়া সেনানায়েক বলেন, 'যদিও করোনাভাইরাস ও ধূমপানের মধ্যে আমরা এখন পর্যন্ত সরাসরি কোনো যোগসূত্র খুঁজে পাইনি, তারপরও ধূমপান শরীরে অন্যান্য সমস্যা তৈরি এবং করোনা মোকাবিলায় মারাত্মক প্রভাব ফেলতে পারে।'
- তিনি বলেন, 'দীর্ঘস্থায়ী ফুসফুস ও হৃদপিণ্ডের রোগসহ অন্যান্য রোগের কারণ ধূমপান। শরীরে এ ধরনের রোগ থাকলে করোনাভাইরাস মারাত্মক আকার ধারণ করতে পারে।' ধূমপান ছেড়ে দেয়া সবসময়ের জন্যই মঙ্গল।
সবাই সুস্থ থাকুন, নিরাপদ অবস্থানে থাকুন,প্রয়োজন ব্যাতীত বাহিরে বের হবেন না।
=========================================
Check us out, Follow us, & Like us over at:
Subscribe my channel: https://bit.ly/2Q6AoB2
Website: https://umbeautytips.blogspot.com
Facebook: https://bit.ly/39FKcKM
Contributor: https://shmilon.com
=========================================
0 Comments