চুলের যত্নে যে তেল ব্যবহার করবেন
স্বাস্থ্যোজ্জ্বল, ঝলমলে ও মজবুত চুল কার না পছন্দ? সবাই স্বপ্ন দেখে সুন্দর চুলের। কিন্তু নানা কারনে আমাদের চুল তার সৌন্দর্য হারায়। চুল ঝরে পড়া, কোমলতা হারানো, খুশকি হওয়া একই সাথে আরো বিভিন্ন সমস্যার সম্মুখীন হই আমরা। এর সমাধানও রয়েছে। আর তা হলো, চুলের যত্নে ভালো তেল ব্যবহার করা। আর তাই আজকের আলোচনার বিষয় হচ্ছে চুলের যত্নে কয়েকটি প্রাকৃতিক তেলের ব্যবহার সম্পর্কে।
চলুন জেনে নেয়া যাকঃ
১. নারকেল তেলঃ
চুলের যত্নে নারকেল তেলের কোনো তুলনা নেই। এটি ভিটামিন-ই সমৃদ্ধ এবং চুলের জন্য অনেক উপকারী তেল। চুল নারকেল তেল ভালোভাবে শুষে নিতে পারে। এর ফলে এই তেলের কার্যকারিতাও অনেক বেশি।
২. ক্যস্টর অয়েলঃ
ক্যস্টর অয়েল ভিটামিন-ই, ওমেগা-৬ ফ্যাটি এসিড সমৃদ্ধ তেল যা চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করার পাশাপাশি চুলকে মজবুত করে। এ ছাড়াও এটি নতুন চুল গজাতে সাহায্য করে একই সাথে এটি ভিটামিন-বি সমৃদ্ধ তেল যা চুলের বৃদ্ধির জন্য অনেক উপকারী।
৩. অলিভ অয়েলঃ
ক্ষতিগ্রস্ত বা রুক্ষ চুলের জন্য অলিভ অয়েল সেরা প্রাকৃতিক তেল। সপ্তাহে অন্তত একবার হালকা গরম অলিভ অয়েল চুলে ভালো করে ম্যাসাজ করে লাগিয়ে দুই-তিন ঘন্টা পর শ্যাম্পু করুন। এর ফলে চুল উজ্জ্বল ও ঝলমলে হবে।
৪. অ্যাভোকাডো তেলঃ
অ্যাভোকাডো তেল ভিটামিন 'এ' ও 'বি' সমৃদ্ধ তেল। এটি অন্য সব তেলের মত সহজে পাওয়া যায় না। এ তেলে ময়েশ্চারাইজিং রয়েছে, যা ভঙ্গুর এবং ক্ষতিগ্রস্ত চুলের জন্য অনেক উপকারী।
৫. সূর্যমুখী তেলঃ
তৈলাক্ত চুলের জন্য সূর্যমুখী তেল অনেক উপকারী। এই তেল অনেক হালকা হওয়ায় চুলে ব্যবহার করলে চুল তেলতেলে হয় না।
0 Comments