চুলের যত্নে ডিম কিভাবে ব্যবহার করবেন
সুন্দর চুল কার না পছন্দ? কিন্তু বাহিরে বের হওয়ার ফলে ধূলাবালির কারনে চুল ক্ষতিগ্রস্ত হয়। সব সময় চুল ঢেকে রাখা সম্ভব হয় না। এ কারণে মাঝে মাঝে চুলের যত্ন নিতে হয়। তা না হলে চুল পড়া বেড়ে যায় এবং চুল রুক্ষ হয়ে পড়ে। এর পাশাপাশি চুলের অনেক ক্ষতি হয়।
ডিমে প্রচুর পরিমাণে খনিজ, প্রোটিন এবং ভিটামিন বি কমপ্লেক্স রয়েছে যা দুর্বল চুলের জন্য দারুন উপকারী। এগুলো চুল পড়া রোধ করে এবং চুলের বৃদ্ধি ঘটায়।
চুলের যত্নে যেভাবে ডিম ব্যবহার করবেনঃ
১. ডিমের সাদা অংশ ভালভাবে ফেটে তাতে অ্যালোভেরা জেল মিশিয়ে চুলে লাগাতে পারেন। এটি চুল মজবুত করতে সাহায্য করবে।
২. একটি বাটিতে ভালভাবে পুরো ডিম ফেটে নিন। এরপর এতে ১ থেকে ২ চা চামচ মধু মেশান। এবার মিশ্রণটি চুলের গোড়ায় ভালভাবে ম্যাসাজ করে লাগান। ১ থেকে ২ ঘণ্টা পর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। সপ্তাহে একদিন এটি করলে চুল পুষ্টি পাবে।
৩. একটি বাটিতে ডিমের কুসুম ভালভাবে ফেটে নিন। আরেকটি বাটিতে ২ টেবিলচামচ টক দই ভালভাবে বেক করুন। এখন দইয়ের মধ্যে ডিমের কুসুমটা মিশিয়ে মিশ্রণ তৈরি করুন। এটি চুলের গোড়ায় ভালভাবে ম্যাসাজ করে লাগান। ২ থেকে ৩ ঘণ্টা পর চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে দুইদিন এটি করলে চুল হয়ে হয়ে উঠবে মজবুত ও ঝলমলে।
৪. একটি ডিম ভালভাবে ফেটে তাতে একটি কলা চটকিয়ে ভালভাবে মেশান। এরপর এতে নারিকেল তেল নিন। এখন মিশ্রনটি চুলে লাগিয়ে ২০ থেকে ২৫ মিনিট রাখুন। তারপর ভালভাবে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। এটি চুলের গোড়া মজবুত করবে এবং চুলের বৃদ্ধি ঘটাবে।
৫. ডিমের সাদা অংশ ভালভাবে ফেটে তাতে নারিকেল তেল মিশিয়ে চুলের গোড়ায় লাগান। ২০ মিনিট পর শ্যাম্পু করে ফেলুন। এটি চুলের রুক্ষ ভাব দূর করবে।
1 Comments
চুলের যত্ন সম্পর্কে আমাদের ওয়েবসাইটে অনেক তথ্য পাবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করেও বিস্তারিত তথ্য পাবেন।
ReplyDelete