চোখের নিচে কালো দাগ পড়ার ৬টি কারন|| chokhe dark spot porar karon|| UM Beauty Tips




চোখের নিচে কালো দাগ পড়ার ৬টি কারন


সবাই কমবেশি চোখের নিচে কালো দাগ বা ডার্ক সার্কেল এর সমস্যায় ভুগে থাকেন। এটি একটি প্রচলিত সমস্যা। অনেকেই অনেক কিছু করে থাকেন এই সমাস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য। কিন্তু যদি সমস্যা কেনো হয় এর কারন খুজে পাওয়া যায় তাহলে এটি সমাধান করা সহজ হয় এবং নিয়মগুলো মেনে চলা যায় যাতে পুনরায় সেটি না হয়। আর তাই আজকের আলোচনার বিষয় হচ্ছে চোখের নিচে কালো দাগ পড়ার ৬টি কারন সম্পর্কে।


চলুন জেনে নেয়া যাক কারনগুলোঃ


১. ঠিকমত না ঘুমানো

ঘুম ঠিকমত না হলে চোখের নিচে কালো দাগ বা ডার্ক সার্কেল পড়ে। এটি চোখের নিচে কালো দাগ পড়ার একটি প্রধান কারন। কারন কম ঘুম শরীররের রক্ত সঞ্চালনকে ধীরগতির করে।  এটি কেবল চোখের নিচে কালো দাগ তৈরি করে না এছাড়াও এর ফলে ত্বকের আরো সমস্যার সৃষ্টি হয়।

২. ভালো মানের পণ্য ব্যবহার না করা
ভালো মানের পণ্য ব্যবহার না করার কারনে অনেক সময় চোখের নিচে কালো
দাগ পড়ে। তাই চোখে ব্যবহারের জন্য কোনো পণ্য কিনলে সেটি যেন ভালো মানের হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

৩. খুব বেশি চোখ ঘষা

এটি আরেকটি প্রচলিত অভ্যাস চোখের নিচে কালো দাগ পড়ার। কারণ, এই অভ্যাস ত্বককে ক্ষতিগ্রস্ত করে। চোখ ঘষার কারণে ত্বকে প্রদাহ হয়ে কালো দাগ তৈরি হয়।

৪. পানিশূন্যতা

বিভিন্ন গবেষণায় বলা হয়, পানি স্বল্পতা ও চোখের নিচে কালো দাগের যোগ রয়েছে। তাই পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন।

৫. গরম পানি দিয়ে মুখ ধোয়া
চোখের চারপাশের ত্বক একটু স্পর্শকাতর ও পাতলা। গরম পানি দিয়ে চোখ ধোয়া পিগমেন্টেশন তৈরি করতে পারে। এতে চোখের নিচে কালো দাগ হয়।

৬. চোখের মেকআপ
এটি আরেকটি বিষয় চোখে ডার্ক সার্কেল তৈরি করার। চোখের মেকআপ ঠিকমতো পরিষ্কার না করলে কালো দাগ পড়তে পারে। তাই মেকআপ করার পর ঠিকমতো চোখ পরিষ্কার করুন।

Post a Comment

0 Comments