জাফরান হেয়ার অয়েল ব্যবহারের নিয়ম | Jafran hair oil beboharer Niyom | Um Beauty Tips

জাফরান হেয়ার অয়েল ব্যবহারের নিয়ম | Jafran hair oil beboharer Niyom


 

আমাদের চ্যানেল টি সাবস্ক্রাইব করুন -

লম্বা চুল কে না পছন্দ করে। সবারই মনের বাসনা হলো ঘন কালো সুন্দর লম্বা চুলের। তাই আজকের আলোচনার বিষয় হলো এমন একটি তেল নিয়ে যা একইসাথে চুল নিয়ে আপনার সব বাসনা পূরণ করবে। আর সেটি হলো জাফরান হেয়ার গ্রোথ থেরাপি হেয়ার অয়েল। 


কার্যকারিতাঃ

  • Zafran Hair Growth Therapy আপনার চুল লম্বা ও ঘন করার পাশাপাশি চুল পরা বন্ধ করবে। এটি ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে। 
  • Zafran Hair Growth Therapy (150ml)/ kashmeri Oil Made in Pakistan Amazing Hair Regain Spray  মাত্র ৩ দিনে চুল পরা পুরোপুরি বন্ধ করে। 
  • মাত্র ১ মাস নিয়মিত ব্যবহারে ৩ ইঞ্চি পর্যন্ত চুল লম্বা করে এটি। 
  • ২ মাস নিয়মিত ব্যবহারে নতুন চুল গজায়। 



উপাদানঃ

  • জাফরান হেয়ার গ্রোথ থেরাপি তৈরি হয়েছে জাফরানের নির্জাস সহ আরো ১০টিরও বেশী অসাধারণ ও দুর্লভ হারবাল উপাদান দিয়ে। 
  • এর অনন্য ফর্মুলার কারনে খুব দ্রুত ও সহজেই উপাদেয় উপাদান গুলো চুল ও চুলের গোড়ায় ঢুকে চুল ও স্ক্যাল্প এর প্রয়োজনীয় পুষ্টি যোগায়। 

  • আমাদের চুল মুলত কেরাটিন দিয়ে গঠিত। এটি এমিনো এসিড দিয়ে তৈরি একধরনের প্রোটিন। জাফরান হেয়ার গ্রোথ থেরাপি চুলে পর্যাপ্ত এমিনো এসিড সরবরাহ করে ও ফলিকল উদ্দিপিত করে যা নতুন চুল গজাতে সাহায্য করে। 
  • এর ভেষজ উপাদানে আরো রয়েছে আয়রন ও জিংক যা স্ক্যাল্পে অক্সিজেন প্রবাহিত করে আর নতুন টিসু তৈরি করে এবং চুল পরে যাওয়া বন্ধ করে চুলকে দ্রুত বাড়তে সহায়তা করে। 

ব্যবহারের নিয়ম: 

  • যারা দ্রুত চুল পরা বন্ধ করতে চাচ্ছেন এবং চুলকে দ্রুত লম্বা ও মজবুত করতে চাচ্ছেন তারা শুধু রাতে ঘুমাতে যাওয়ার আগে একবার ব্যবহার করুন। 
  • আর যাদের এরি মাঝে চুল পরে মাথা ফাকা হয়ে গিয়েছে তারা দুই বার (সকাল ও রাত) ব্যবহার করুন। 
  • এটি যেকোন বয়সের ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে। 



=========================================
Check us out, Follow us, & Like us over at:
Subscribe my channel: https://bit.ly/2Q6AoB2
Contributor: https://shmilon.com
=========================================
 

Post a Comment

0 Comments