চুলের যত্নে যে ৫টি ভুল আমরা করি
চুল মানুষের সৌন্দর্য বহু গুনে বাড়িয়ে তোলে। চুল নিয়ে তাই সবারই
কম
বেশি
ভাবনা
রয়েছে।
আর
আমারা
চুলের
যত্ন
নিয়েও
অনেক
কিছু
করে
থাকি,
আর
তার
বেশিরভাগই
করি
ভালো
করে
না
জেনে
এবং
না
বুঝে। শুধু
তাই
নয়
চুলের
সৌন্দর্য
বাড়ানোর
জন্য
যে
যা
বলে
তাই
করি।
কিন্তু
যেসব ধারণার ওপর ভিত্তি করেই আমরা এতো কিছু করে থাকি সে ধারণার বেশিরভাগ কোনও ভিত্তি নেই। সত্যিটা না জেনে আমরা অনেকেই সেই
ভুল বিষয়গুলো মেনে চলি। এ কারণেই আমরা চুলের বেশি ক্ষতি করে ফেলি। তাই আজকের আলোচনার বিষয় হচ্ছে চুল নিয়ে আমাদের নিত্য দিনের করা ৫টি ভুল সম্পর্কে।
চলুন জেনে নেয়া যাকঃ
১) ভেজা চুল তাড়াতাড়ি শুকানোর জন্য অনেকে প্রায়ই হেয়ার ড্রায়ার ব্যবহার করেন। হেয়ার ড্রায়ারের তাপমাত্রা যেমন চুল শুকায় তেমন চুলের চুলের উপরিভাগের সুরক্ষাকারী অংশ কিউটিকল এর মারাত্মকভাবে ক্ষতি করে। সুতরাং এইসব থেকে দূরে থাকুন।
২) আপনি যদি দিনে ১০০
বার করে চুল আঁচড়ান, তাহলে জেনে রাখুন আপনি চুলের বেশ ক্ষতি করছেন উপকারের
বদলে। বেশী বেশী চুল আঁচড়ানোর ফলে আপনার চুলের কিউটিকলগুলো (চুলের উপরিভাগের
সুরক্ষাকারী অংশ)মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়।এর ফলে আরও বেশি করে চুল ঝরতে পারে।
নিয়মিত আঁচড়ানো বাদে চুল তখনই আঁচড়ান যখন এতে জট লেগে যায়।
৩) অনেকে চুলে তেল দিয়ে অনেক্ষণ বসে থাকেন। আবার ভালোভাবে ম্যাসেজও করেন। এতে চুলের গোড়া নরম হয় এবং চুল পড়া বেড়ে যায়। সবচেয়ে ভাল উপায় হল, চুলে তেল দিয়ে ১৫-৩০ মিনিট রেখে স্যাম্পু করে ফেলুন। চুলের যত্নে ভাল নারিকেলের তেল ব্যবহার করুন।
৩) অনেকে চুলে তেল দিয়ে অনেক্ষণ বসে থাকেন। আবার ভালোভাবে ম্যাসেজও করেন। এতে চুলের গোড়া নরম হয় এবং চুল পড়া বেড়ে যায়। সবচেয়ে ভাল উপায় হল, চুলে তেল দিয়ে ১৫-৩০ মিনিট রেখে স্যাম্পু করে ফেলুন। চুলের যত্নে ভাল নারিকেলের তেল ব্যবহার করুন।
৪) চুলের যত্নে আমরা বিভিন্ন ধরণের প্রসাধন ব্যবহার করি। তবে বেশি ব্যবহারের ফলে হতে পারে চুলের ক্ষতি। তাই যে কোন পণ্য ব্যবহার না করে ভাল ব্রান্ডের পণ্য ব্যবহার করুন। এতে আপনার চুল ভাল থাকবে।
৫) ঘন ঘন শ্যাম্পু
পরিবর্তন করলে চুল ভাল থাকে এই ধারনাও ভুল। চেষ্টা করুন যে শ্যাম্পু আপনার চুলের
সঙ্গে মানায় সে শ্যাম্পু ব্যবহার করার। প্রয়োজনে স্পেশালিস্টের সহায়তা নিন। কিন্তু
ঘন ঘন শ্যাম্পু পরিবর্তন চুলের ক্ষতি করে।
0 Comments