ভ্রু ঘন করার উপায়
মুখের সৌন্দর্যের আসল রহস্য হলো চোখের ভ্রু। ভ্রু যত সুন্দর হবে মুখের কাঠামো তত সুন্দর লাগবে।
ভ্রু ঘন থাকলে অনেক সুন্দর লাগে কিন্তু পাতলা হলে সুন্দর
লাগে না। অনেকেরই পাতলা ভ্রু জন্মায়। এটা দেখতে খুব খারাপ দেখায়।
ঘন ভ্রু পেতে চাইলে ভ্রুয়ের বাড়তি যত্ন নিতে হবে। বাড়িতে বসেই প্রাকৃতিক উপায়ে ভ্রু ঘন করা যায়।
ঘন ভ্রু পেতে চাইলে ভ্রুয়ের বাড়তি যত্ন নিতে হবে। বাড়িতে বসেই প্রাকৃতিক উপায়ে ভ্রু ঘন করা যায়।
তাহলে চলুন জেনে নেয়া যাক উপায়গুলোঃ
ভ্রু আঁচড়ানো
প্রতিদিন আঁচড়ালে চুল তাড়াতাড়ি বাড়ে। তেমনই
প্রতিদিন আঁচড়ালে ভ্রুও বাড়ে। তাই সময় পেলে ভ্রু আঁচড়ে নিন। ভ্রু ঘন হবে।
ময়েশ্চারাইজ করা
ভ্রুর চারপাশের অংশ ময়েশ্চারাইজ়ড হওয়া জরুরি। তবেই
ভ্রু ঘন হবে। গোসলের পরে ভেজা ত্বকে ভ্রুর চারপাশে পেট্রোলিয়াম জেলি লাগান।
পেট্রোলিয়াম জেলি ময়েশ্চার ধরে রাখবে। দিনে দুই/তিনবার লাগালে ভ্রু ঘন হবে।
তেল মালিশ
ঘন চুল পাওয়ার জন্য যেমন মাথায় তেল মালিশ করা হয়, তেমনি
ভ্রুতে তেল মালিশ করলেও ভালো ফল পাওয়া যাবে। ক্যাস্টর অয়েল, অলিভ
অয়েল বা নারকেল তেল ব্যবহার করুন। ঘুমোতে যাওয়ার আগে কিছু তুলোতে তেল ভিজিয়ে
ভ্রুতে মালিশ করুন। ফল পাবেন কিছুদিনের মধ্যেই।
অ্যালোভেরা
অনেকের বাড়িতেই অ্যালোভেরা গাছ থাকে। তারই একটা অংশ
ভেঙে জেলি বের করে প্রতিদিন ভ্রুতে লাগালে কিছুদিনের মধ্যেই পাবেন ঘন ভ্রু।
0 Comments