ঘাড়ের কালো দাগ দূর করার জাদুকরী উপায়||A magical way to remove black spots on the neck||UM Beauty Tips






ঘাড়ের কালো দাগ দূর করার জাদুকরী উপায়



ঘাড়ের কালো দাগ?? অনেক পুরুষ নারীদেরই এই সমস্যা হয়ে থাকেগলা ঘাড় আমাদের দেহের একটি খোলা অংশ। বেশির ভাগ সময়ই আমাদের গলা ঘাড় খোলা থাকে। বেশীরভাগ ক্ষেত্রে খোলা থাকার কারণে অনেক সময় রোদে পুড়ে কিংবা অযত্ন অবহেলার কারণে ঘাড় গলার সৌন্দর্য নষ্ট হয়ে যায়।ঘাড়ে অতিরিক্ত কালো দাগ থাকায় অনেক সময় অনেক জায়গায় গিয়ে অস্বস্তিতে ভুগতে হয়।

চলুন জেনে নেই গলা ঘাড়ের কালো দাগ দূর করতে ঘরোয়া কিছু উপায়:



লেবুঃ

লেবু রোদে পোড়া দাগ দূর করে ত্বক উজ্জ্বল করে। তাই আপনি এক টুকরো লেবু নিয়ে সরাসরি আপনার গলা ঘাড়ে ম্যাসেজ করুন এবং চাইলে গোলাপ জল মিশিয়ে ব্যবহার করতে পারেন।

নারিকেল তেলঃ

নারিকেল আমাদের ত্বককে শুধুমাত্র পুষ্টির যোগান দেয় না এটি আমাদের ত্বকের পোড়া ভাবও দূর করে। পরিমাণ মত নারিকেল তেল হাতে নিয়ে ঘাড় গলায় ম্যাসেজ করুন।


শসাঃ

শসা আমাদের ত্বককে প্রাকৃতিক ভাবে পরিষ্কার করতে সাহায্য করে থাকে। তাই আপনার ঘাড় গলায় শসার রস ব্যবহার করুন নিয়মিত।

গোলাপজলঃ

ঘাড় গলার কালো ছাপ গোলাপজল দিয়ে দূর করুন। গোলাপ জ্ল দিয়ে আপনার ঘাড় গলা পরিষ্কার করুন। চাইলে গোলাপজলের সাথে সামান্য হলুদের গুড়া মিশিয়ে পেস্ট তৈরি করতে পারেন, পেস্টটি ঘাড়ে গলায় লাগিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।


মধুঃ

ঘাড় গলার ত্বক উজ্জ্বল করতে ময়লা দূর করতে ব্যবহার করুন মধু। পরিমাণ মত মধু নিয়ে ত্বকে ম্যাসেজ করুন তারপর ধুয়ে ফেলুন।

অ্যালোভেরাঃ

অ্যালোভেরা জেল নিয়ে গলায় ঘাড়ে ম্যাসেজ করুন, প্রতিদিনের ব্যবহারে দেখবেন ঘাড় গলার ত্বক উজ্জ্বল হবে।

অলিভ ওয়েলঃ

অলিভ ওয়েল আমাদের ত্বকের জন্য অনেক উপকারি তা আমরা সবাই জানি। তাই আপনার গলা ঘাড়ের ত্বক সুন্দর নরম রাখতে অলিভ ওয়েল ম্যাসেজ করুন।

আলুর রসঃ

রোদের পোড়া দাগ দূর করতে গলা ঘাড়ের ত্বক উজ্জ্বল করতে আলুর রস ব্যবহার করতে পারেন।

Post a Comment

0 Comments