শীতে চুলের বিশেষ যত্ন||Hair care in winter season||UM Beauty Tips





শীতে চুলের বিশেষ যত্ন


চলে এলো শীতকাল। শীতে চুল শুষ্ক ও রুক্ষ হয়ে যায়। এর পাশাপাশি বাইরের ধুলাবালির প্রভাবও পড়ে চুলের ওপর। এ সময় বাতাস শুষ্ক থাকার কারণে আমাদের চুলও শুষ্ক থেকে শুরু করে চুলের নানারকম সমস্যা দেখা যায়। তবে কিছু নিয়ম মেনে চললে এসব সমস্যা থেকে নিজেকে দূরে রাখা সম্ভব।


চলুন জেনে নেয়া যাক শীতকালে চুল সুস্থ ও সুন্দর রাখার করণীয় উপায়:


১. সপ্তাহে ৩দিন হালকা গরম তেল দিয়ে চুল ও মাথার তালু ম্যাসাজ করুন। ম্যাসাজের ৩০ থেকে ৪০ মিনিট পর চুল ধুয়ে ফেলুন। এ ম্যাসাজ চুল দ্রুত বাড়তে সাহায্য করে।

২. শীতকালে অনেকেরই চুল পড়তে দেখা যায়। এই চুল পড়া বন্ধ করতে  তেল ও ক্যাস্টর অয়েল একসঙ্গে হালকা গরম করে নিন। ঠাণ্ডা হয়ে গেলে তাতে ভিটামিন-ই ক্যাপসুল ভেঙে অথবা ডিমের কুসুম মিশিয়ে চুলে লাগান। এতে চুল পড়া বন্ধ হয়ে যাবে।


৩. চুলের আগা ফাটলে চুল রুক্ষ হয়ে যায় এবং চুল বাড়তে সমস্যা হয়। ফলে চুলের ওই অংশ কেটে বাদ দিলে চুলের বৃদ্ধিতে কোনো বাধা থাকবে না। এছাড়া চুলের নিচের অংশ অল্প করে কেটে নিলে চুলের আগা ভালো থাকবে।

৪. রাতে ঘুমাতে যাওয়ার আগে ভালো করে চিরুনি দিয়ে চুল আঁচড়ে তারপর ঘুমাতে যাওয়া দরকার। এতে মস্তিষ্কে রক্ত চলাচল ভালো হয়। মস্তিষ্কে রক্ত চলাচল ঠিক থাকলে চুল পড়া কমবে এবং চুলের গোড়া মজবুত হবে।

৫. খুশকির সমস্যা দূর করতে এক মুঠো জবা পাতা আর সমপরিমাণ মেহেদি পাতা পেস্ট করে নিয়ে তাতে ১ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে চুলে দিতে পারেন। ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

৬. সপ্তাহে দুই থেকে তিন দিনের বেশি শ্যাম্পু করা ঠিক নয়। ঘন ঘন শ্যাম্পু করলে চুল শুষ্ক হয়ে পড়ে। তাছাড়া কেমিক্যাল ছাড়া মাইল্ড শ্যাম্পু ব্যবহার করাটাই চুলের জন্য ভালো।

Post a Comment

0 Comments