শীতে ত্বকের বিশেষ যত্নে ৫টি পদ্ধতি
চলে এলো শীতকাল। শীতের শুষ্ক আবহাওয়া ও ধুলাবালির
প্রভাব কিছুটা
হলেও ত্বকের উপর পড়বে, এটাই
স্বাভাবিক! এ সময় ত্বক অনেক বেশি শুষ্ক ও খসখসে হয়ে যায়। এছাড়া
ত্বক কালো
হয়ে যাওয়া, কুচকানো
ভাব, ব্ল্যাকহেডস
সহ নানা ধরনের সমস্যা দেখা যায়। এজন্য প্রয়োজন ত্বকের বাড়তি যত্ন নেয়া।
অনেকেই অনেক কিছু
ব্যবহার করে থাকেন ত্বকের যত্নে।চলুন জেনে নেয়া যাক উপায়গুলোঃ
পেঁপে ও মধু:
১ কাপ পাকা পেঁপের সাথে ১ টেবিল চামচ মধু মিশিয়ে মসৃণ পেস্ট তৈরী করেনিন। এবার এই পেস্টটি পুরো ত্বকে লাগিয়ে কমপক্ষে ৩০ মিনিট রাখুন। এরপর পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন । সপ্তাহে ১ থেকে ২ দিন ব্যবহার করলেই দেখবেন ত্বকের শুষ্ক ভাব অনেকটা কমে এসেছে।
0 Comments