শীতে ত্বকের বিশেষ যত্নে ৫টি পদ্ধতি|| 5 methods for special skin care in winter|| UM Beauty Tips





শীতে ত্বকের বিশেষ যত্নে ৫টি পদ্ধতি


চলে এলো শীতকাল। শীতের শুষ্ক আবহাওয়া ও ধুলাবালির প্রভাব কিছুটা হলেও ত্বকের উপর পড়বেএটাই স্বাভাবিক! এ সময় ত্বক অনেক বেশি শুষ্ক ও খসখসে হয়ে যায় এছাড়া ত্বক কালো হয়ে যাওয়াকুচকানো ভাবব্ল্যাকহেডস সহ নানা ধরনের সমস্যা দেখা যায়। এজন্য প্রয়োজন ত্বকের বাড়তি যত্ন নেয়া।
অনেকেই অনেক কিছু ব্যবহার করে থাকেন ত্বকের যত্নে।

চলুন জেনে নেয়া যাক উপায়গুলোঃ

পেঁপে ও মধু:

১ কাপ পাকা পেঁপের সাথে ১ টেবিল চামচ মধু মিশিয়ে মসৃণ পেস্ট তৈরী করে
নিন। এবার এই পেস্টটি পুরো ত্বকে লাগিয়ে কমপক্ষে ৩০ মিনিট রাখুন। এরপর পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন । সপ্তাহে ১ থেকে ২ দিন ব্যবহার করলেই দেখবেন ত্বকের শুষ্ক ভাব অনেকটা কমে এসেছে।

বেসন ও টকদই:

ত্বকে উজ্জ্বলতা ও  টানটান ভাব ফিরিয়ে আনতে বেসন অনেক উপকারী । ২ টেবিল চামচ বেসনের সাথে ১ টেবিল চামচ টকদই মিশিয়ে প্যাক তৈরী করে নিন । এবার ভালো করে মুখে লাগিয়ে নিন, শুকানো পর্যন্ত অপেক্ষা করুন । শুকিয়ে গেলে পানি দিয়ে পরিষ্কার করুন । এরপর ভেজা অবস্থায় ত্বকে ভালো মানের ময়েশ্চারাইজার ব্যবহার করুন ।

কলা ও অলিভ অয়েল:

কলা ত্বকের রুক্ষ ও শুষ্কভাব প্রাকৃতিকভাবে দূর করতে অনেক কার্যকরী। ১টি পাকা কলার সাথে ১ টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে পেস্ট তৈরী করে নিন । ২০-৩০ মিনিট ত্বকে লাগিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন । ভালো ফলাফল পেতে সপ্তাহে ২/৩ দিন ব্যবহার করুন ।

দুধ ও কাজুবাদাম:

দুধে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট থাকে যা ত্বকের সুরক্ষায় বিশেষ কার্যকরী । ৮/১০টি কাজু বাদাম পানিতে ভিজিয়ে খোসা ছাড়িয়ে ২ টেবিল চামচ দুধের সাথে ব্লেন্ড করে নিন ।  এবার এই মিশ্রণটি হাতে নিয়ে ত্বকে আলতো করে মাসাজ করুন । ত্বক নরম ও কোমল রাখতে ময়েশ্চারাইজারের মতো কাজ করে এটি।

অ্যালোভেরা ও শশা:

অ্যালোভেরা ত্বক ও চুল দুটির সুরক্ষায়ই বেশ উপকারী । ত্বকের জন্য ১ টেবিল চামচ অ্যালোভেরা জেল নিয়ে ১ টেবিল চামচ শশার পেস্টের সাথে মিশিয়ে প্যাক তৈরী করে ত্বকে লাগিয়ে রাখুন । এই প্যাকটি ত্বকের কালো বা রোদে পোড়াভাব দূর করতে সাহায্য করবে।



Post a Comment

0 Comments