ত্বকের যত্নে মাত্র ৫ মিনিট | Skin care is just 5 minutes | UM Beauty Tips

ত্বকের যত্নে মাত্র ৫ মিনিট | Skin care is just 5 minutes 


জীবন চলার পথে সবাই এখন ব্যস্ত। ব্যস্ততার মাঝে নিজের জন্য সময় বের করা খুবই কঠিন। আধুনিক দুনিয়ার সাথে তাল মিলিয়ে চলতে হলে আপনাকে প্রতি মুহূর্তেই ছুটতে হবে।

আমাদের চ্যানেল টি সাবস্ক্রাইব করুন -



তাই বলে কি থেমে থাকবে রুপচর্চা? মোটেই না। প্রতিদিন মাত্র পাঁচ মিনিট সময় শুধুমাত্র নিজের জন্যে ব্যয় করেই আপনি থাকতে পারবেন সুন্দর ও সজীব।

তাহলে  জেনে নিন মাত্র পাঁচ মিনিটের রুপচর্চার জাদুকরী রহস্যঃ

প্রথমে খুব ভালোভাবে ত্বক পরিষ্কার করে নিন। ময়দা, বেসন আর গুঁড়া দুধ একসাথে মিশিয়ে একটি জারে রেখে দিন। একটু করে নিয়ে পানিতে গুলে পেস্ট করুন
এবার ত্বকে মেখে ২ মিনিট রেখে পানি দিয়ে মুখ  ধুয়ে নিন। এরপর মুখে ময়েশ্চরাইজার বা অলিভ ওয়েল মেখে ঘুমাতে যান।
কাজের চাপে মুখে ক্লান্তির ছাপ পড়ে, বাদ যায় না, চোখ আর ঠোঁটও। রাতে শোয়ার আগে চোখে আন্ডার আই ক্রিম আর ঠোঁটে লিপ বাম মাখুন।
কিছুদিন এভাবে ব্যবহার করলে আপনি নিজেই বুঝতে পারবেন এই চর্চার প্রভাব। তাহলে আর দেরী কেন? শুরু করুন!


=========================================
Check us out, Follow us, & Like us over at:
Facebook: https://bit.ly/39FKcKM
Contributor: https://shmilon.com
=========================================
 

Post a Comment

0 Comments