চুলের যত্নে মাত্র ৫ মিনিট | Just 5 minutes in hair care | UM Beauty Tips

 চুলের যত্নে মাত্র ৫ মিনিট | Just 5 minutes in hair care


চুল সবারই খুব প্রিয় ও শখের, কিন্তু এখন চিরুনী ছোঁয়ালেই ঝরে পড়ে চুল। বালিশ, বিছানা,ঘরের মেঝেতে দেখা যায় ঝরে পড়া চুল। মাথায়ও অনেক ফাঁকা জায়গা চোখে পড়ে। চুল পড়তে পড়তে পাতলা হয়ে গিয়েছে, কমে গিয়েছে চুলের ঘনত্ব। এসব কিন্তু হচ্ছে আপনার ছোট ছোট ভুলের কারনে।

আমাদের চ্যানেল টি সাবস্ক্রাইব করুন -




চুল পড়া কমাতে আহামরি কোনো কিছুর দরকার নেই। কেবল রাতের বেলা একটু নিয়ম করে যত্ন করলেই চুল পড়া কমিয়ে আনতে পারবেন খুব দ্রুত।

চলুন জেনে নেই বিষয়গুলোঃ


১. রাতে শোবার আগে চুল ভালো করে শুকিয়ে নেবেন। সেটা ঘামে ভেজা হোক বা গোসলের  কারনে ভেজা। ভালো করে শুকিয়ে ঝরঝরে চুলে ঘুমাতে যাবেন।

২. শোবার আগে মোটা দাঁতের চিরুনী দিয়ে অন্তত দুই মিনিট চুল আঁচড়ে নিন, এতে মাথার ত্বকের রক্ত সঞ্চালন ক্ষমতা বাড়বে। এই একটি জিনিসের অভাবেই চুল পড়ে।


৩. সপ্তাহে একদিন রাতে শোবার আগে মাথায় ক্যাষ্টর অয়েল ম্যাসাজ করে লাগান। সকালে উঠে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। এতে চুল পড়া বন্ধ হবে এবং নতুন চুল গজাবে।

৪. সপ্তাহে অন্তত দুইদিন রাতে তেল ব্যবহার করলে তাতে ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে ব্যবহার করুন এতে চুল পাবে প্রয়োজনীয় পুষ্টি।

৫. লম্বা চুল হলে অবশ্যই বেঁধে ঘুমাবেন। তবে টাইট করে নয়, বেশ ঢিলাঢালা করে। আর চুল বালিশের বাইরে মেলে ঘুমাবেন।




========================================= Check us out, Follow us, & Like us over at:
Subscribe my channel: https://bit.ly/2Q6AoB2 Website: https://umbeautytips.blogspot.com Facebook: https://bit.ly/39FKcKM Contributor: https://shmilon.com =========================================
 

Post a Comment

0 Comments