সুন্দর ত্বকের জন্য মুখ ধোয়ার সঠিক পদ্ধতি | The correct method of face wash to keep the skin beautiful | UM Beauty Tips

 সুন্দর ত্বকের জন্য মুখ ধোয়ার সঠিক পদ্ধতি | The correct method of face wash to keep the skin beautiful

আমাদের মুখ ধোয়ার কিছু ভুল এবং সঠিক পদ্ধতি আছে এবং আপনি কিভাবে মুখ ধুচ্ছেন তার পর নির্ধারণ করে দিন শেষে আপনার ত্বক কেমন থাকবে।

আমাদের চ্যানেল টি সাবস্ক্রাইব করুন -



চলুন জেনে নেওয়া যাক মুখ ধোয়ার সঠিক পদ্ধতিঃ

১. ফেস ওয়াশ ব্যবহার করুন

মুখ ধোয়ার জন্য ফে ওয়াশ ব্যবহার করুন।যদি আপনার ত্বক শুষ্ক হয়, তাহলে মুখ ধোয়ার পর ১টি ক্রিম ব্যবহার করুন। আর যদি আপনার ত্বক তৈলাক্ত হয়, তাহলে ১টি জেল-ভিত্তিক ক্রিম লাগাতে পারেন। দিনে দুই বা তিনবার  এভাবে মুখ ধুতে হবে।

২. হাল্কা গরম পানি  ব্যবহার করুন

সবসময় মুখ ধোয়া জন্য হাল্কা গরম পানি ব্যবহার করুন। কারণ এতে ত্বকের ছিদ্র খুলতে সাহায্য করে, ত্বকের গভীরে গিয়ে চটচটে বা তরল পদার্থ দূর করে মুখ পরিষ্কার করে থাকে। 

৩. টোনার ব্যবহার করুন

মুখ ধোয়ার পর পরই একটি টোনার ব্যবহার করুন। টোনার ব্যবহার করার সময়, আপনার টি জোনের উপর ফোকাস করার চেষ্টা করবেন। কারণ মুখের বাকি অংশের তুলনায় এই এলাকায় সবচেয়ে বেশি যত্ন দরকার। টোনার ত্বকের পিএইচ লেভেলকে স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনতে সাহায্য করে।


৪. সপ্তাহে একদিন স্ক্র্যাব করুন

সপ্তাহে মাত্র ১বার স্ক্র্যাব করার প্রয়োজন রয়েছে। তাই প্রতিবার মুখ ধোয়ার সময় অনেক ঘষাঘষি করার প্রয়োজন নেই।

৫. ময়েশ্চারাইজ

মুখ ধোয়ার পর ময়েশ্চারাইজ মাখতে ভুলবেন না। এটি খুবই গুরুত্বপূর্ণ।


৬. চোখের নিচের অংশে কখনো ক্রিম লাগাতে ভুলবেন না 

আপনার চোখের নিচের এলাকাটি খুবই সংবেদনশীল। তাই এ অংশটিকে বেশি মাত্রায় আর্দ্র রাখা প্রয়োজন। তাই মুখ ধোয়ার পর কখনই চোখের নিচে ক্রিম লাগাতে ভুলবেন না




=========================================
Check us out, Follow us, & Like us over at:
Subscribe my channel: https://bit.ly/2Q6AoB2
Contributor: https://shmilon.com
=========================================

Post a Comment

0 Comments